নিউজডেস্ক,কলকাতাঃ
বাড়তি দু’শো কোটি টাকার অতিরিক্ত খরচের দায়ভার নিয়ে এবার থেকে সকল ছাত্রীই কন্যাশ্রীর আওতাভুক্ত।মঙ্গলবার কন্যাশ্রী দিবস উপলক্ষে নেতাজি ইন্ডোরে আয়োজিত আনুষ্ঠানে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।কন্যাশ্রী প্রর্বতনের পঞ্চমবর্ষে ছাত্রীদের প্রতি কল্পতরু মমতা।পূর্বে কন্যাশ্রী আওতাভুক্ত হতে পারতো বছরে দেড়লাখ টাকার কম আয়কারী পরিবারের ছাত্রীরা এবার সেই থেকে সেই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হলো।কন্যাশ্রী আওতাভুক্ত ছাত্রী সংখ্যা বর্তমানে প্রায় পঞ্চাশ লক্ষ এই ঘোষণার পর আরো প্রায় তিন লাখ ছাত্রী এই প্রকল্পের আওতাধীন হবে।
মুখ্যমন্ত্রী দাবী করেন কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর স্কুলছুট ছাত্রীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে এগারো শতাংশ।শুধুমাত্র সকল ছাত্রীকেই কন্যাশ্রী আওতাভুক্ত করায় নয় ছাত্রীদের উচ্চশিক্ষা প্রশিক্ষণ এবং সর্বোপরি কর্মে নিযুক্তির ব্যাপারেও মুখ্যমন্ত্রী আজ আলোকপাতা করেন।তিনি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন যেখানে উচ্চমাধ্যমিক উর্ত্তীণ ছাত্রীদের ভর্তি নিয়ে চিন্তা থাকবে না।
এ ব্যাপারে তিনি শিক্ষা দফতরের কর্তাদের নির্দেশ দেন।কারিগরি শিক্ষা দফতরকেও তিনি বলেন,মেয়েদের ভালো করে বিভিন্ন কাজের ট্রেনিং দিন যাতে তাদের চাকরি নিশ্চিত হয়।কন্যাশ্রীর পাশাপাশি এদিন তিনি রূপশ্রী প্রকল্পেরও উল্লেখ করেন।কন্যাশ্রীর যাতে পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চা নাটক করে তার উল্লেখ করেন।এমনকি বিভেদের বিরুদ্ধেও যাতে কন্যাশ্রীরা দাঁড়ায় তার কথা বলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584