সচিন জানতো না কি করে তিনশো করতে হয়ঃ কপিল দেব

0
53

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

বিশ্বের একজন ব্যাটসম্যানের যত রেকর্ড থাকতে পারে তার সিংহভাগ সচিন তেণ্ডুলকরের কিন্তু সেই সচিনের দখলে টেস্টে ছয়টি ডাবল সেঞ্চুরি থাকলেও ট্রিপল সেঞ্চুরি অধরাই রয়ে গিয়েছে তাঁর। এমনকি ২৫০ রানের গণ্ডিও ছোঁয়া হয়নি। আর ঠিক এখানেই মুখ খুললেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব।

Sachin and Kapil | newsfront.co
ফাইল চিত্র

টেস্টে ৫১টি সেঞ্চুরির মালিক ঘরোয়া ক্রিকেটেও পারেননি ট্রিপল সেঞ্চুরি করতে। এই প্রসঙ্গে কপিল দেব জানান, ‘সচিন আসলে জানতেন না, কীভাবে সেঞ্চুরিকে ডাবল কিংবা ট্রিপল করতে হবে। এটা একটা শিল্প যে কোনো ব্যাটসম্যানের। সেই কারণে অনেক ভালো ব্যাটসম্যান দুর্দান্ত ইনিংস খেলে বড় রান করতে পারতো না।

আরও পড়ুনঃ বোলিং রাঙ্কিংয়ে উন্নতি করলেন ব্রড, অপরিবর্তিত ভারতীয় ক্রিকেটারদের রাঙ্কিং

সচিনের মতো প্রতিভা অন্য কারও মধ্যে দেখিনি। ও জানত কিভাবে শতরান করতে হবে। কিন্তু কখনওই বেপরোয়া ব্যাটসম্যান হিসেবে নিজেকে মেলে ধরেনি। ক্রিকেটের সব রেকর্ডই করেছে। কিন্তু বেপরোয়া না হওয়ায় সেঞ্চুরিকে ২০০ কিংবা ৩০০-য় বদলে ফেলতে পারেনি। যে জিনিসটা সেহওয়াগ করতে পেরেছিল। ওর অন্তত তিনটে ট্রিপল সেঞ্চুরি আর মোট আরও ১০টা ডাবল সেঞ্চুরি করা উচিত ছিল।

আরও পড়ুনঃ অনুষ্কাদের কি অনুমতি দেওয়া হবে? আলোচনা শনিবারের সভায়

কারণ প্রত্যেক ওভারেই ও প্রায় প্রত্যেক ওভারে পেসার ও স্পিনার দের বাউন্ডারি মারতো টেস্টে। তাই ওর ট্রিপল সেঞ্চুরি না হওয়াটা খুব দুঃখের।‘ সচিনের সাথে যার তুলনা হয় সেই ব্রায়ান লারা টেস্টে দুটো ট্রিপল সেঞ্চুরি করেছে যার মধ্যে একটা চারশো রানের বিশ্ব রেকর্ড। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সেহবাগের দুটো ট্রিপল সেঞ্চুরি রয়েছে আর করুন নায়ার করেছেন একটি ট্রিপল সেঞ্চুরি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here