ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনা মোকাবিলায় আর্থিক সংকট প্রতিহত করতে আর্থিক ফান্ড জোগাড়ের স্বার্থে ভারত-পাকিস্তানের সিরিজ ক্রিকেট ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আখতার। তিনি দাবি করেছিলেন ম্যাচে সংগৃহীত মোট টাকা ভারত-পাকিস্তানের করোনা মোকাবিলার স্বার্থে ব্যবহার করা হবে।
মঙ্গলবার শোয়েব আক্তারের সেই প্রস্তাবকে নাকচ করে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেব জানালেন,”ওঁর নিজস্ব মতামত থাকতেই পারে। তবে অর্থ সংগ্রহের জন্য ভারতের ম্যাচ খেলার দরকার নেই। যেটা আমাদের কাছে প্রয়োজনীয় তা হল সংকট মেটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে একত্রে কাজ করতে পারে। টিভিতে এখনও দোষারোপের খেলা চলছে। এটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হওয়া দরকার।”
India doesn't need money, can't have cricket right now: Kapil Dev on Shoaib Akhtar's proposal of Indo-Pak ODI series to
raise funds for the #COVID19 pandemic.— Press Trust of India (@PTI_News) April 9, 2020
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই অর্থ দানের প্রসঙ্গ তুলে তিনি আরো জানিয়েছেন, “বিসিসিআই মোটা অংকের টাকা দান করেছে। প্রয়োজন হলে আরো অর্থ দান করার মতো অবস্থায় রয়েছে। ত্রাণের জন্য ম্যাচ খেলার কোনো প্রয়োজন নেই।”
এই মুহূর্তে ম্যাচ খেলার আয়োজন যে বিপদ আরো বাড়তে পারে সেই সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন “পরিস্থিতি খুব তাড়াতাড়ি যে স্বাভাবিক হবে এমন সম্ভাবনা কম। এমন মুহূর্তে ম্যাচ আয়োজন করে বিপদ বাড়ানোর দরকার নেই। তিনটে ম্যাচ খেলে কটা টাকাই বা পাওয়া যাবে। ক্রিকেটারদের কম করে সামনের ৫-৬ মাস বাদ দিয়ে ভাবতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584