সামাজিক দায়বদ্ধতায় পিছু হটল প্রকাশক, ভারতে প্রকাশিত হবে না কপিল মিশ্রর লেখা বই

0
210

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় তীব্র রোষের কারণে ব্লুমসবারি ইন্ডিয়া ‘দিল্লি রায়ট’-এর ওপর তাদের প্রকাশিত বই ভারতে প্রকাশ না করার সিদ্ধান্ত নিল। ব্লুমসবারি ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, যদিও তাঁরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন তাও এক্ষেত্রে সামাজিক দায়িত্ব এবং দায়বদ্ধতার কারণে এমন সিদ্ধান্ত।

Delhi riots | newsfront.co
দাঙ্গার বলি। ফাইল চিত্র

বই প্রকাশের ঠিক আগেই হঠাৎ এই সিদ্ধান্তের কথা জানায় প্রকাশনা সংস্থাটি। বই প্রকাশের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল লেখক মনিকা অরোরা, সোনালী চিতালকর এবং প্রেরণা মালহোত্রা এবং বিজেপি নেতা কপিল মিশ্র, যিনি দিল্লির এই রায়ট সম্পর্কে অনেক উত্তেজনাপূর্ণ ও উস্কানীমূলক মন্তব্য করেছিলেন।

এই বই প্রকাশের অনুষ্ঠানের কথা নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে কপিল মিশ্র লেখেন, “এই বইটি প্রকাশ্যে আসছে শীঘ্রই, সকলেই পড়ে জানতে পারবেন এই হিন্দু বিরোধী রায়ট সম্পর্কে। কোনো হেট ক্যাম্পেন বা প্রোপাগান্ডা মেশিনারি তা আটকাতে পারবে না।”

কপিল মিশ্র ছাড়াও এই বই প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং ওপি ইন্ডিয়ার সম্পাদক নুপুর শর্মা।

অনুষ্ঠানের ঘোষণা এবং পোস্টার যখন প্রকাশ্যে আসে দেখা যায় তাতে ব্লুমসবারি ইন্ডিয়ার লোগো ও রয়েছে, তৎক্ষনাৎ সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়, বহু লেখক পূর্বে যাঁদের লেখা প্রকাশিত হয়েছে ব্লুমসবারি থেকে তাঁরাও প্রশ্ন তুলতে শুরু করেন কপিল মিশ্রকে কেন একটি মঞ্চ দিচ্ছে ব্লুমসবারির মতো প্রকাশনা সংস্থা এই নিয়ে।

তীব্র সমালোচনার মুখে দাঁড়িয়ে বিখ্যাত প্রকাশনা সংস্থা ব্লুমসবারি ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় ভারতে এই বইটি প্রকাশ না করার।

আরও পড়ুনঃ তবলীগী জামাতে যোগ দেওয়া বিদেশী নাগরিকদের ‘বলির পাঁঠা’ করা হয়েছেঃ বম্বে হাইকোর্ট

তারা বিবৃতি দিয়ে জানায় যে, সংস্থার অজান্তে এক ভার্চুয়াল প্রি পাবলিকেশন লঞ্চের আয়োজন করেছিলেন লেখকরা, যদিও ব্লুমসবারি ইন্ডিয়া মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে তাও এক্ষেত্রে সামাজিক দায়িত্ব এবং দায়বদ্ধতার কথা মাথায় রেখে সংস্থা সিদ্ধান্ত নিচ্ছে ভারতে বইটি প্রকাশ না করার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here