নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় তীব্র রোষের কারণে ব্লুমসবারি ইন্ডিয়া ‘দিল্লি রায়ট’-এর ওপর তাদের প্রকাশিত বই ভারতে প্রকাশ না করার সিদ্ধান্ত নিল। ব্লুমসবারি ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, যদিও তাঁরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন তাও এক্ষেত্রে সামাজিক দায়িত্ব এবং দায়বদ্ধতার কারণে এমন সিদ্ধান্ত।
বই প্রকাশের ঠিক আগেই হঠাৎ এই সিদ্ধান্তের কথা জানায় প্রকাশনা সংস্থাটি। বই প্রকাশের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল লেখক মনিকা অরোরা, সোনালী চিতালকর এবং প্রেরণা মালহোত্রা এবং বিজেপি নেতা কপিল মিশ্র, যিনি দিল্লির এই রায়ট সম্পর্কে অনেক উত্তেজনাপূর্ণ ও উস্কানীমূলক মন্তব্য করেছিলেন।
The Book is Public Now
India and the world will read it and know the Truth of Anti Hindu Delhi Riots
No Hate Campaign and Propaganda Machinery Can STOP the Truth to come out#DelhiRiotsUntoldStories pic.twitter.com/QkHlRtcHPf
— Kapil Mishra (@KapilMishra_IND) August 22, 2020
এই বই প্রকাশের অনুষ্ঠানের কথা নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে কপিল মিশ্র লেখেন, “এই বইটি প্রকাশ্যে আসছে শীঘ্রই, সকলেই পড়ে জানতে পারবেন এই হিন্দু বিরোধী রায়ট সম্পর্কে। কোনো হেট ক্যাম্পেন বা প্রোপাগান্ডা মেশিনারি তা আটকাতে পারবে না।”
I'm now ashamed at having contributed to a chapter in a @BloomsburyIndia book. When the history of our times is written, the role of publishers who colluded and published falsehoods to serve current powers will also be noted. Shame on you. You're no longer a credible publisher. https://t.co/NIFrlWKplS
— Jayati Ghosh (@Jayati1609) August 22, 2020
কপিল মিশ্র ছাড়াও এই বই প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং ওপি ইন্ডিয়ার সম্পাদক নুপুর শর্মা।
Hi @BloomsburyBooks – we're seeing a lot of concerns being raised right now about one of your upcoming events in India. It would be great to know your response to this? In the meantime, some additional background here: https://t.co/lFaKOr8CGX
— Stop Funding Hate (@StopFundingHate) August 21, 2020
অনুষ্ঠানের ঘোষণা এবং পোস্টার যখন প্রকাশ্যে আসে দেখা যায় তাতে ব্লুমসবারি ইন্ডিয়ার লোগো ও রয়েছে, তৎক্ষনাৎ সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়, বহু লেখক পূর্বে যাঁদের লেখা প্রকাশিত হয়েছে ব্লুমসবারি থেকে তাঁরাও প্রশ্ন তুলতে শুরু করেন কপিল মিশ্রকে কেন একটি মঞ্চ দিচ্ছে ব্লুমসবারির মতো প্রকাশনা সংস্থা এই নিয়ে।
Others on stage will include well know hate propagates, fake news spreaders and rabble rousers @vivekagnihotri & @UnSubtleDesi … @BloomsburyPub Why is your branch in India @BloomsburyIndia giving a stage to bigots and riot-mongers? 2/2 #ShameOnBloomsburyIndia https://t.co/I3piEG3iVO
— Swara Bhasker (@ReallySwara) August 21, 2020
তীব্র সমালোচনার মুখে দাঁড়িয়ে বিখ্যাত প্রকাশনা সংস্থা ব্লুমসবারি ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় ভারতে এই বইটি প্রকাশ না করার।
আরও পড়ুনঃ তবলীগী জামাতে যোগ দেওয়া বিদেশী নাগরিকদের ‘বলির পাঁঠা’ করা হয়েছেঃ বম্বে হাইকোর্ট
Just refused to review a book for Bloomsbury Academic. If Bloomsbury publishes a book that is full of lies about Delhi's academics, in full collusion with the Delhi RSS Police's attempt to arrest and interrogate academics, they shouldn't expect any academic co-operation. https://t.co/D0WdXoObc2
— N S (@nandinisundar) August 22, 2020
তারা বিবৃতি দিয়ে জানায় যে, সংস্থার অজান্তে এক ভার্চুয়াল প্রি পাবলিকেশন লঞ্চের আয়োজন করেছিলেন লেখকরা, যদিও ব্লুমসবারি ইন্ডিয়া মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে তাও এক্ষেত্রে সামাজিক দায়িত্ব এবং দায়বদ্ধতার কথা মাথায় রেখে সংস্থা সিদ্ধান্ত নিচ্ছে ভারতে বইটি প্রকাশ না করার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584