নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সোনিয়া গান্ধীর সঙ্গে দলের ২৩ জন শীর্ষ নেতার বৈঠকের পর কেটে গিয়েছে একমাস। সকলেই মনে করেন যে কংগ্রেসের ব্যাপক আভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতেই দলের প্রবীণ নেতা কপিল সিব্বল জানান যে সোনিয়া গান্ধী খোলামেলা আলোচনা করেছেন এবং অভ্যন্তরীণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এব্যাপারে অস্বচ্ছতা কাটেনি, অর্থাৎ আভ্যন্তরীণ নির্বাচন কখন কিভাবে হবে কীভাবে হবে তা স্পষ্ট করা হয়নি।
সোনিয়ার সঙ্গে বৈঠক প্রসঙ্গে কপিল সিব্বাল বলেন যে, দুর্ভাগ্যক্রমে ওই বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে তাঁদের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছিল। এবং স্পষ্টতই, কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন যে একটি নির্বাচন হবে। তবে তার দিনক্ষণ বা পদ্ধতি সম্পর্কে স্পষ্টভাবে এখনও কিছু জানানো হয়নি। তাঁদের বিশ্বাস যে, সংবিধানের বিধানের সঙ্গেই সামঞ্জস্য রেখে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাশাপাশি কৃষক আন্দোলন সম্পর্কে নিজের মত জানান কপিল সিব্বল। তিনি বলেন, “অবশ্যই একটি আইন থাকতে হবে যা কৃষককে তার উৎপাদনের জন্য ন্যূনতম মূল্য দেয়।”
আরও পড়ুনঃ দুই সোশ্যাল মিডিয়া সংস্থাকে সমন পাঠাল সংসদীয় কমিটি
কেন্দ্রীয় ভিস্তা প্রকল্প, অর্থনীতি, পরবর্তী বাজেট এবং চারটি মূল রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও কথা বলেন সিব্বল। নিজের দলের পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। তিনি এও বলেন যে, “মধ্যযুগীয় ভারতে ফিরে এসেছে সকলে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584