Post Poll Violence: “খুনের মামলার একজন জীবিতই রয়েছেন”, সুপ্রিম কোর্টে দাবি সিব্বলের, পিছালো শুনানি

0
90

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় ‘খুন হওয়া ব্যক্তিদের মধ্যে একজন এখনো জীবিত’, সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। ২০ সেপ্টেম্বর, সোমবার শীর্ষ আদালতে ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্তের জন্য হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে একটি পিটিশন ফাইল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল।

Kapil Sibal to Supreme Court

এই মামলার চূড়ান্ত শুনানি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মুলতুবি করে দেন বিচারপতি বিনীত শরণ ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ। মামলার আজকের সংক্ষিপ্ত শুনানিতে সিব্বল বলেন যে, ঘটনা সম্পর্কে সুনিশ্চিত তথ্য ছাড়াই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সিব্বল এদিন বলেন, ”সাধারণ ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ তখনি দেওয়া হয়, যখন অভিযোগ থাকে যে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হচ্ছেনা। তখন আদালত সমস্ত তথ্য ও নথি যাচাই করে দেখে, এরপর প্রাথমিক ভাবে যদি আদালতের মনে হয় যে সত্যিই নিরপেক্ষ তদন্ত হচ্ছে না তবেই সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। এক্ষেত্রে তা হয়নি, শুধুই সিবিআইএর হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে।“

আরও পড়ুনঃ চিটফান্ড মামলায় এবার সিবিআই-এর তলব মানস ভুঁইয়া-কে, সোমবার হাজিরার নির্দেশ

সিব্বল এদিনের শুনানিতে বলেন যে, এমনকি যারা খুন হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে, তাদের মধ্যে একজন জীবিতই রয়েছেন। তিনি আরো বলেছেন যে সিবিআই এখন ডাকাতির মামলারও তদন্ত করছে। বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে ও মহেশ জেঠমালানিও এদিনের সংক্ষিপ্ত শুনানিতে উপস্থিত ছিলেন। মামলাকারীরা হাইকোর্টে ক্যাভিয়েট করায় তাঁদের পক্ষে উপস্থিত ছিলেন এই দুই আইনজীবী।

আরও পড়ুনঃ রাজনীতির যুদ্ধে বাবার পরাজয়ে পাশে থাকলেন ক্রীড়া ক্ষেত্রে রাজনীতি রোখার লড়াইতে জয়ী ছেলে

এদিনের এই সংক্ষিপ্ত শুনানির পরে দুই বিচারপতির বেঞ্চ এই মামলার চূড়ান্ত শুনানি মুলতুবি করে দেন। আগামী ২৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার এই মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here