নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ফালাকাটা ক্যারাটে অ্যাকাডেমির উদ্যোগে রবিবার ফালাকাটার বেসিক স্কুল ময়দানে শুরু হল বেল্ট গ্রেডেশন। করোনার জন্য দীর্ঘ কয়েক মাস বন্ধ ছিল এই ক্যারাটে প্রশিক্ষণ শিবির। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় নতুন করে শুরু হয়েছে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবির ৷
তাতে খুশি এলাকার প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রী সহ অভিভাবক সকলেই।এদিন এই গ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেবাশীষ সিনহা বলেন, “প্রতি বছর এই গ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের মান নির্ণয় করা হয় ৷
আরও পড়ুনঃ ফালাকাটায় টোটো চালকদের নতুন নিয়মের সূচনা
ফলাফলের ভিত্তিতে তাদেরকে আপার ব্রিগেডের বেল্ট দেওয়া হয় এবং প্রশংসা পত্র প্রদান করা হয়। করোনা কালে এতদিন বন্ধ ছিল এই গ্রেডেশন পরীক্ষা কিন্তু আজ সমস্ত সরকারি স্বাস্থ্য বিধি মেনেই এই গ্রেডেশন পরীক্ষা নেওয়া হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584