নিজস্ব সংবাদদাতা, ওয়েব দেস্কঃ
বালুচিস্তান আন্দোলনের অন্যতম মুখ করিমা বালোচের মৃতদেহ উদ্ধার কানাডার হারবারফ্রন্ট শহরে। যার জেরে দানা বাঁধছে সন্দেহ, হত্যার নেপথ্যে কি তবে আইএসআই!
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, টরন্টোর লেকশোরের কাছে একটি দ্বীপে ভেসে আসে করিমা বালোচের দেহ, পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে। মৃতদেহটি শনাক্ত করেছেন করিমা বালোচের স্বামী হাম্মাল হায়দার এবং তাঁর ভাই । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
MISSING:
Karima Mehrab, 37
– last seen on Dec 20, in the Bay St + Queens Quay W area
– 5'3", 115 lbs., black long hair, brown eyes
– wearing black jeans, grey hooded Roots sweatshirt, black Canada Goose winter jacket, black Doc Martin boots#GO2394980
^ep2 pic.twitter.com/i78dK2TLbR— Toronto Police Operations (@TPSOperations) December 21, 2020
২০১৬ সালে বালুচিস্তান আন্দোলনের শরিক করিমা বেশ কয়েকজন বন্ধু এবং সহকর্মীর সাহায্যে পালিয়ে যান পাকিস্তান থেকে। তারপর পাক সেনা অফিসারদের চূড়ান্ত সমালোচক করিমা বসবাস করতে শুরু করেন কানাডায়। বিদেশে থেকেই বালুচিস্তানের স্বাধীনতার জন্য বারেবারে সরব হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে বালোচ জাতীয় আন্দোলন ৪০ দিনের শোক ঘোষণা করেছে।
আরও পড়ুনঃ নয়া আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনকে সর্মথন চিপকো নেতা সুন্দরলালের
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালে এক ভিডিও বার্তার মাধ্যমে ভারতের প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছিলেন করিমা। শুভেচ্ছার পাশাপাশি স্বাধীনতার সংগ্রামের জন্য মোদীর সাহায্য চান করিমা। ওই বছরই বিবিসির প্রকাশিত সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় নাম ছিল করিমা বালোচের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584