ইংরেজি প্রবন্ধ প্রতিযোগিতায় জাতীয় স্তরের পুরস্কার পেলেন কারিমা

0
92

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ইংরেজি প্রবন্ধ প্রতিযোগিতায় জাতীয় স্তরের পুরস্কার পেলেন উলুবেড়িয়ার ফুলেশ্বরের কোটালঘাটার বাসিন্দা কারিমা ইয়াসমিন। জাতীয় স্তরের ওই প্রতিযোগিতায় দশম স্থান অধিকার করেন উলুবেড়িয়ার এই কলেজের ছাত্রী।

Written competition | newsfront.co
প্রতীকী চিত্র

ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টার, শ্রী রামচন্দ্র মিশন ও হার্টফুলনেশ এডুকেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে প্রতিবছর দেশের অসংখ্য পড়ুয়াকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গিয়েছে, ২০২০ সালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৭৫০ শব্দের ইংরেজি প্রবন্ধ লেখেন করিমা।

আরও পড়ুনঃ ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সম্ভাবনা

ফল প্রকাশের পর দেখা যায় তিনি দশম স্থান অধিকার করেছেন। কারিমা বলেন, ‘পুরস্কৃত হওয়ায় আমি ভীষণ খুশি।’ ইতিমধ্যে সাফল্যের স্বীকৃতি হিসেবে কারিমার হাতে এসেছে শংসাপত্র, মেডেল ও বই।

আরও পড়ুনঃ আজ বিকেলে হলদিয়ায় মোদী, তুঙ্গে প্রস্তুতি

২০১৭ সাল থেকেই কারিমা প্রবন্ধ লেখার প্রতিযোগিতায় রাজ্যস্তরে প্রথম স্থান অধিকার করেন এই ছাত্রী। ২০১৮ সালে এই প্রতিযোগিতায় রাজ্যস্তরে প্রথম স্থান অধিকার করেন এই ছাত্রী। ২০১৯ সালে কারিমা দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here