নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ঐতিহ্যমন্ডিত স্থান কর্ণগড়,এই অঞ্চল প্রসিদ্ধ মা মহামায়ার ভব্য মন্দির ও রানী শিরোমনির নেতৃত্বে চুয়াড় বিদ্রোহের পীঠস্থান হিসেবে ৷ এতদিন এই অঞ্চলে অবস্থিত রাজাদের ঐতিহাসিক গড় জঙ্গল আগাছায় ভরে গিয়েছিলো , গড়ের দুর্গ ভেঙে প্রায় ধূলিসাৎ ৷
বর্তমানে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই এলাকাকে পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে ৷ ইতিমধ্যেই গড় পর্যন্ত যাওয়ার পাকা রাস্তা , পানীয় জল , শৌচালয় এবং সাময়িক অবকাশ কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়ে গেছে ৷
সৌন্দর্যায়নের জন্য লাগানো হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ , সংস্কার করা হয়েছে জলাশয়গুলো ৷
সেচ দপ্তর, জেলা প্রশাসন এবং শালবনী পঞ্চায়েত সমিতি ও কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার জন্য কাজ চলছে ৷
আরও পড়ুনঃ বৃষ্টির জলে ডুবল স্কুল প্রাঙ্গণ , নির্বিকার প্রশাসন
পারং নদীর তীরে রাজা যশোবন্ত সিংহের গড় পরবর্তীকালে ইংরেজ শাসনের বিরুদ্ধে রানী শিরোমনির নেতৃত্বে চুয়াড় বিদ্রোহের পীঠস্থানে এলে ইতিহাসের ছোঁয়া পাওয়া যাবেই ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584