কর্ণাটকে খুলেছে কলেজ কিছু জায়গায় হিজাব পরতে বাধা, মামলায় ফের শুনানি আজই

0
103

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কর্ণাটকের হিজাব বিতর্ক গড়িয়েছে আদালতে কিন্তু এখনো মেলেনি সমাধান। গত জানুয়ারি মাসে কর্নাটকের উদুপি জেলায় হিজাব পরিহিত ৫ ছাত্রীকে কলেজে ঢুকতে না দেওয়ার ঘটনা থেকেই সূত্রপাত। হিজাব পরা যাবে না ক্লাসে, এই সরকারি নির্দেশের পর থেকে বিতর্কের জেরে গত সপ্তাহে কয়েকদিনের জন্য স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাসবরাজ বোম্মাই সরকার।

Karnataka Hijab Row

সোমবারই স্কুল খুলেছে কর্ণাটকে। তারমধ্যে একাধিক স্কুলে হিজাব পরায় পড়ুয়াদের ঢুকতে দেওয়া হয়নি সে ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডয়ায়। আজ থেকে কর্নাটকে প্রি-ইউনিভার্সিটি ও ডিগ্রি কলেজগুলি খুলছে। আজ হিজাব বিতর্ক নিয়ে কর্নাটক হাইকোর্টে ফের শুনানি। বাগালকোট, ব্যাঙ্গালোর, চিক্কাবাল্লাপুরা, গাদাগ, শিবমোগা, তুমকুর, মাইসোর, উদুপি ও দক্ষিণ কন্নড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সকলকে শান্তি বজায় রাখার অনুরোধ জানান। কিন্তু শিবমোগায় ৩০ জন ছাত্রী হিজাব পরে আসায়, তাদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে। হিজাব খুলতে বলায় তারা কলেজ চত্বর থেকে বেরিয়ে আসেন বলে জানা গিয়েছে। বিজয়পুরা জেলাতেও পড়ুয়াদের হিজাব পরা নিয়ে বিতর্কের খবর।

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত গত বছরের সাধারণতন্ত্র দিবসের লালকেল্লা হিংসার অন্যতম প্রধান অভিযুক্ত দীপ সিধু

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here