নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কর্ণাটকে বিজেপি পরিচালিত ইয়েদুরাপ্পা সরকারের সিদ্ধান্তে, ৬১ জন সাংসদ বিধায়কের বিরুদ্ধে থাকা ফৌজদারী মামলা বন্ধ করা যাবে না জানাল কর্ণাটক হাইকোর্ট।
গত ৩১ আগস্টের সরকারী সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল আদালত। ৬১ জন দলীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে চলা ফৌজদারি মামলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্ণাটক সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করে ‘পিউপল ইউনিয়ন অফ সিভিল লিবার্টি’ নামে একটি সংগঠন।
আরও পড়ুনঃ কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি,গোষ্ঠী কোন্দলের আশঙ্কা
প্রধান বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি বিশ্বনাথ শেঠীর ডিভিশন বেঞ্চ এদিন সরকারের এই সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে। আদালত জানায় ৩১ আগস্ট,২০২০ র ওই নির্দেশ কার্যকর করা যাবে না।
আদালত রাজ্য সরকারকে আগামী ২২ জানুয়ারি, ২০২১ এর মধ্যে ওই আবেদনের বিরুদ্ধে সরকারের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালত জানিয়ে দেয় এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৯ জানুয়ারি, ২০২১।
আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের মধ্যেই আইপিএস ডেপুটেশন নিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
এদিনের শুনানিতে আদালত তার পর্যবেক্ষণে জানায়, কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ মামলা চলা আটকাতে পারেনা কোনো আদালত। বরং ,যে ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২১ ধারায় মামলা চলছে কোর্টের দায়িত্ব সেই মামলার তদন্ত সঠিক ভাবে হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা। মামলা তুলে নেওয়ার মত সরকারি সিদ্ধান্ত আদালত সমর্থন করেনা।
উল্লেখ্য, মামলার আবেদনে বলা হয়েছে রাজ্যের আইন মন্ত্রী জেসি মধুস্বামী, পর্যটন মন্ত্রী সিটি রবি, কৃষি মন্ত্রী বিসি পাটিলের বিরুদ্ধে চলতে থাকা ফৌজদারি মামলা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, হোসপেট-এর বিধায়ক আনন্দ সিং এর বিরুদ্ধে ২০১৭ থেকে চলছে যে মামলা তাও তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ প্রসঙ্গে মামলাকারীর আইনজীবী ক্লিফটন ডি রোজারিও আদালতে বলেন সরকারের এমন সিদ্ধান্ত আইনের শাসন প্রতিষ্ঠার বিরোধী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584