নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরায় নিষেধাজ্ঞার মামলা বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করলো কর্ণাটক হাইকোর্টের বিচারপতি দীক্ষিতের সিঙ্গল বেঞ্চ। বিচারপতি বলেন এই মামলায় রয়ে গিয়েছে কিছু সাংবিধানিক প্রশ্ন। মামলার যাবতীয় নথি প্রধান বিচারপতির কাছে অবিলম্বে পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
Karnataka High Court's single bench of Justice Krishna Dixit refers petitions challenging the ban on hijab in colleges to a larger bench pic.twitter.com/jeTBuO3MET
— ANI (@ANI) February 9, 2022
কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ আওয়াস্তির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চে হবে এই মামলার পরবর্তী শুনানি। বিচারপতি দীক্ষিত এদিন বলেন, ” এই মামলার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির পরিধি অনেকদূর বিস্তৃত। তার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলি নিয়ে বিতর্ক, তা দেখে আদালত মনে করছে যে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বৃহত্তর বেঞ্চ গঠন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়াই সমীচীন।“ তিনি আরও বলেন, “এই মামলার অন্তর্বর্তী প্রার্থনাগুলিও প্রধান বিচারপতি আওয়াস্থির নেত্রিত্বে গঠিত বৃহত্তর বেঞ্চের সামনেই রাখা উচিত”।
আরও পড়ুনঃ হিজাব বিতর্কে অবিলম্বে হস্তক্ষেপ করুন, কর্ণাটকের শিক্ষামন্ত্রীকে চিঠি সিপিআইএম সাংসদের
এই পরিস্থিতিতে কর্ণাটক সরকারও নির্দেশ জারি করেছে আগামী দু’সপ্তাহ কোন শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে কোন জমায়েত করা যাবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584