কোন রকম মৌখিক পর্যবেক্ষণ প্রচারে বিরত থাকুনঃ হিজাব মামলায় মিডিয়াকে নির্দেশ হাইকোর্টের

0
58

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কর্ণাটক হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে শুরু হিজাব মামলার শুনানি। প্রধান বি্চারপতি ঋতুরাজ আওয়াস্থির নেতৃত্বাধীন ফুল বেঞ্চে চলছে শুনানি। বেঞ্চের বাকি সদস্যেরা হলেন বিচারপতি দীক্ষিত ও বিচারপতি জেএম কাজী। উদুপি কলেজের ছাত্রীদের পক্ষে আদালতে সওয়াল করছেন বর্ষীয়ান আইনজীবী সঞ্জয় হেগড়ে ও কুন্দাপুর কলেজের ছাত্রীদের পক্ষে সওয়াল করছেন আইনজীবী দেবদত্ত কামাত।

Karnataka HC on Hijab Row

আইনজীবী হেগড়ে বলেন, কর্ণাটকের শিক্ষা আইনে এমন কোন কথা বলা নেই, যাতে ইউনিফর্ম সংক্রান্ত বিশেষ কোন নিয়ম তৈরি করা যায়।

কর্ণাটক হাইকোর্ট বলে, “হেডস্কার্ফ বা হিজাব পরা মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিনা তা আমরা বিবেচনা করছি। পাশাপাশি হিজাব পরা ধর্মীয় অনুশীলনের একটি অপরিহার্য অঙ্গ কিনা তাও আমরা বিবেচনা করছি।“ কর্ণাটক পুলিশকে এদিন আদালত নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়টি সুনিশ্চিত করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে এই ইস্যুতে নষ্ট না হয় সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী জ্ঞানেন্দ্রকে। কোন রকম মৌখিক পর্যবেক্ষণ প্রচারে বিরত থাকুন, নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুনঃ হিজাব প্রসঙ্গে প্রতিবাদী ৬ ছাত্রীর ব্যক্তিগত তথ্য ছড়িয়েছে ইন্টারনেটে, অভিযোগের নিশানায় কলেজ কর্তৃপক্ষ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here