নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কর্ণাটক হাইকোর্ট বৃহস্পতিবার বিবিএমপি-র আবেদনকে অনুমোদন দিল দরিদ্র শিশুদের জন্য ‘দুয়ারে বিদ্যালয়’ চালু করার। বাসের ভিতর বসবে স্কুল, থাকবে স্কুলের যাবতীয় সরঞ্জাম, মিড ডে মিলের ব্যবস্থাও থাকবে।
কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি অভয় ওকা ও বিচারপতি সুরজ গোবিন্দরাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।একই সঙ্গে আদালত জানিয়েছে কর্তৃপক্ষকে প্রতিটি কোভিড বিধি কঠোরভাবে মানতে হবে। সোশ্যাল ডিস্ট্যান্সিং, মাস্ক ব্যবহার এর ক্ষেত্রে কোনরকম আপোষ করা যাবে না।
বিবিএমপি-র পক্ষে এডভোকেট শ্রীনিধি ভি একটি মেমো জমা দিয়ে আদালতকে জানিয়েছেন, ‘দুয়ারে স্কুল’ এখন শুরু করা হবে দোদ্দাগোল্লারা হাট্টি ও হোসকেরেহাল্লি ( রাজারাজেশ্বরী নগর এলাকা)তে। প্রতিটি বাসে সামাজিক দূরত্ব মেনে ১০ থেকে ১৫ জন পড়ুয়াকে বসানো হবে। দুজন শিক্ষক থাকবেন এবং একজন সহকারী। থাকবে হোয়াইট বোর্ড আর শিক্ষার সাধারণ সামগ্রী।
আরও পড়ুনঃ উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ, সরকারি অফিসে হাজিরা কমিয়ে ৫০ শতাংশ
মেমোতে আরো বলা হয়েছে, স্কুলের সময় সকাল ১১ টা থেকে দুপুর ১ টা। প্রতিটি পড়ুয়ার জন্যে মিড ডে মিলের ব্যবস্থা থাকবে। প্রত্যেক বাসে রাখা হবে বিস্কুট , চকলেট ইত্যাদি, সঙ্গে থাকবে ডিস্পোসেবল জলের বোতল এবং ইউস এন্ড থ্রো গ্লাস।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে কোভিড টিকার বদলে তিন বৃদ্ধাকে দেওয়া হল জলাতংকের টিকা
‘লেটসকিট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আবেদন জানিয়েছিল যে শিশুদের ট্রাফিক সিগনালে জোর করে খেলনা বিক্রি বা ফুল বিক্রিতে বাধ্য করা হয়। ভারতীয় সংবিধানে প্রতিটি শিশুর শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। তা যাতে রক্ষিত হয়, সে কারণেই মূলত এই প্রচেষ্টা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584