আইনের চোখে ম্যাচ গড়াপেটা অপরাধ নয় রায় কর্ণাটক হাইকোর্টের

0
97

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ক্রিকেট ম্যাচ গড়াপেটা আইনের চোখে অপরাধ নয়। ম্যাচ গড়াপেটার কারণে ভারতীয় দন্ডবিধি অনুযায়ী শাস্তি দেওয়া যায় না, জানালো কর্ণাটক হাইকোর্ট। ২০১৯ সালে কর্নাটক প্রিমিয়ার লিগে চার জনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগে এক মামলা হয়। সেই মামলারই রায় শোনালেন বিচারপতি শ্রীনিবাস হরিশ কুমার।

Karnataka Highcourt
ছবিঃ লাইভ ল

মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বলেন কোন ক্রিকেটার ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকলে তা অসততা বা দুর্নীতি কিন্তু সে কারণে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের। আইনের দৃষ্টিতে এটি অপরাধ নয় তাই ভারতীয় দন্ডবিধি অনুযায়ী ৪২০ ধারায় করা যাবেনা এফআইআর।

আরও পড়ুনঃ প্রকাশিত হল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচী, প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি ভারতীয় দল

কর্নাটক পুলিশ অ্যাক্টের ২(৭) ধারা উল্লেখ করে আদালত বলে যে এই আইনে জুয়া খেলার মধ্যে কোনও অ্যাথলেটিক স্পোর্টেস এর কথা বলা হয়নি। কর্নাটক প্রিমিয়ার লিগের দুই ক্রিকেটার সিএম গৌতম ও আবরার কাজি, জুয়াড়ি অমিত মালভি এবং বেলাগাভি প্যান্থার্স দলের মালিক আলি আসফাকের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার আইপিসি-র ৪২০ নম্বর ধারায় অভিযোগ করা হয়েছিল। আদালত বলে, শুধু ৪২০ ধারাই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারাও আনা যাবে না কারণ এই ধারায় ফৌজদারি চক্রান্তের কথা উল্লেখ করা আছে।

আরও পড়ুনঃ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হেরে ক্রমতালিকায় পিছিয়ে পড়ল ভারতীয় দল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here