নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
“মদ্যপান করা, রাত কাটানো কখনোই ভারতীয় নারীর পরিচয় নয়।“ ধর্ষণে জামিন মামলায় এমনটাই বললো আদালত। আবারও নারী স্বাধীনতায় বাধা পড়ল। এবার সমাজ নয়, ক্ষোদ আদালতই জানালো সে কথা। ধর্ষণের পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া ভারতীয় নারীদের সংস্কৃতির সঙ্গে বেমানান। এমন পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে ধর্ষণে অভিযুক্তকে জামিন দিল কর্নাটক হাইকোর্ট।

কোর্টের দাবি, “আদালতের সামনে দাখিল করা তথ্য-প্রমাণে চোখ বুলিয়ে বিশ্বাস হচ্ছে না অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন।”
সূত্রের খবর, অভিযুক্তের সংস্থায় দু’বছর ধরে কাজ করছে নিগৃহীতা। অভিযুক্তের তরফে করা জামিন মামলার শুনানিতে আদালত বলেছে, “বয়ানে নিগৃহীতা বলে দাবি করা মহিলা স্পষ্ট করেননি কেন তিনি রাত ১১টার সময় অফিসে গিয়েছিলেন। অভিযুক্ত তাঁকে মদ্যপানের প্রস্তাব দিলেও তিনি না করেননি কেন? এমনকী, সারারাত অভিযুক্তের সঙ্গে রাত কাটানোয় কোনও আপত্তি তোলেননি অভিযোগকারী। কিন্তু কেন? তাও জাননি নিগৃহীতা।”
আরও পড়ুনঃ কেন্দ্রীয় শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত রাখা হল
“রাত কাটানোর প্রসঙ্গে আবার নিগৃহীতা বলেছেন সেই নির্যাতনের পর তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এটা ভারতীয় নারীর সংস্কৃতির সঙ্গে একেবারেই মানানসই নয়। এমনটাই বৃহস্পতিবার শুনানিতে বলেন বিচারক কৃষ্ণ এস দীক্ষিত। এমনকী, কোনও ভারতীয় মহিলা নির্যাতিত হলে কখনই এই ধরনের আচরণ করে না। পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584