তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
বিকাল পাঁচটার সময় উত্তর দিনাজপুর জেলার কালিযাগঞ্জ পুরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল তার বাড়ীর পাশের শেঠকলোনি ভোট কেন্দ্রে তার ভোটটি দিলেন।কেন সকাল সকাল নয় তার উত্তরে পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন সকাল সকাল না দেবার একমাত্র কারন আমার দলের সবাই ঠিকঠাক ভাবে দিল কিনা এসব আমাকেইতো দেখতে হবে।সবাই দেবার পরেই আমি তাই নিজের ভোটটি শেষের দিকে দিলাম।
আপনার দলের প্রার্থীর জয় সম্পর্কে কতটা নিশ্চিত সে ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন আমাদের তৃণমূল সরকার যে ভাবে রাজ্যের সর্বত্রই উন্নয়ন করে চলেছে এবং আমাদের কালিয়াগঞ্জ পুরসভার যত উন্নয়নমূলক কাজ চলছে তাতে আমি নিশ্চিত আমাদের প্রার্থী অবশ্যই জয়ী হবে।
আরও পড়ুনঃ মৌসম মোয়াজ্জেমকে সাথে নিয়ে মালদহে মমতার পদযাত্রা
মানুষ কাজ চায় বড়বড় কথা আর কেও শুনতে চায়না।আমরা এবং আমি কালিয়াগঞ্জ শহরের ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছি তা দেখে আট থেকে ৮০ বয়সী মানুষেরা যে সবাই খুশি তা আমরা বুঝতে পারি।তাই জয় আমাদের নিশ্চিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584