মুখ্যমন্ত্রীর পরিবারেও কী ফুটবে পদ্ম! আমি নিজেও জানি না- উত্তর কার্তিকের

0
129

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে উঠে এল বিজেপি যোগের জল্পনা। কদিন আগেই কার্তিক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলেছিলেন, ‘মুখে দেশের-দশের কথা বলব। আর সুযোগ-সুবিধা দেব নিজের পরিবারকে। এটাই এখন ভারতীয় রাজনীতি।’ ভোটের মুখে এবার এমনই মন্তব্য শোনা গেল খোদ মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের মুখে।

Kartik Banerjee | newsfront.co
কার্তিক বন্দ্যোপাধ্যায়

এরপর সাংবাদিকদের ইঙ্গিত পূর্ণ প্রশ্ন, বিজেপিতে যোগ দিচ্ছেন? তাঁরও ইঙ্গিতপূর্ণ উত্তর, ‘আগামীদিনে কি হবে, সেটা কেউ বলতে পারে না। কালকে কী করব? আমি নিজেও জানি না।’ খোদ মুখ্যমন্ত্রীর ভাই এর মুখে এরকম মন্তব্য শুনে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, দলত্যাগের পর একে এক জনসভায় তৃণমূল ও তৃণমূলনেত্রীর মমতা বন্দ্য়োপাধ্যায়কে চড়া সুরে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী । ভাইপো সম্বোধনে কটাক্ষ করতে ছাড়ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ।

আরও পড়ুনঃ ট্যাংরায় বিজেপি কর্মী পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এমনকী, সপ্তাহ দুয়েক আগে খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘পদ্ম ফোটানো’র হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে গিয়ে শুভেন্দু বলেছিলেন, ‘এখনও তো বাসন্তী পুজোটা আসেনি, রামনবমী আসেনি। রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব।’

আরও পড়ুনঃ কোলে চড়ে রাজনীতি করা যায় নাঃ দিলীপ ঘোষ

এবার কি তাহলে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেও পদ্ম ফুটতে চলেছে? জল্পনা উসকে দিলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, প্রতিবছর বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে কালীঘাটে ‘বিবেক মেলা’র আয়োজন করেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে আয়োজনে কাটছাঁট করা হয়েছে, তবে মেলা বসেছে এবারও। ১৫ দিনের পরিবর্তে মেলা চলবে ১২ দিন।

সেই মেলার প্রাঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের মতোই রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে সরব হলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খোলসা করে জানালেন না কিছুই। উল্টে বললেন, ‘কালকে কী করবে? তা তিনি নিজেও জানেন না’। আর তাতেই জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here