নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
মুম্বইয়ের বিরুদ্ধে হেরে আইপিএল ২০২০ অভিযান শুরু করেছে নাইটরা। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ব্যর্থ তারা। আর ম্যাচ হেরে নাইট অধিনায়ক দীনেশ কার্তিক দোষারোপ করলেন আমির শাহির গরমকে।
তিনি জানান, “আমাদের উন্নতির প্রচুর জায়গা আছে। ব্যাটিংয়ে, বোলিংয়ে। মেনে নিচ্ছি, আমরা একেবারেই ভাল খেলিনি আজ। সব দিন সমান যায় না এটা মানতে হবে। ছেলেরা তাঁদের ভুল বুঝতে পেরেছে পরের ম্যাচ থেকে শোধরানোর চেষ্টা করবে তারা।” দলের দুই বিদেশি মরগ্যান ও কামিন্স ফ্লপ। সেই বিষয়ে দলের সতীর্থদের পাশেই ডি কে।
আরও পড়ুনঃ আইপিএলে ছয় ডাবল সেঞ্চুরির রেকর্ড রোহিতের
তিনি জানান, ‘কামিন্স আর মরগান দু’জনেই নিজেদের কোয়ারান্টাইন শেষ করে আজ খেলতে নেমে পড়েছে। কাজটা কিন্তু খুব একটা সহজ নয়। এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। প্রচণ্ড গরম এখানে। আমাদের সবার মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। খেলা খুব কঠিন এই পরিবেশে। গেলো গেলো রব তোলার কোনো কারণ নেই।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584