বিষ্ণুমূর্তির মন্দির তৈরিতে উদ্যোগী কালিয়াগঞ্জের কার্তিক পাল

0
33

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

কালিয়াগঞ্জ ব্লকের দিলালপুর গ্রামে বিষ্ণুর মন্দির গড়তে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কার্তিক চন্দ্র পাল। কালিয়াগঞ্জের পুর প্রশাসক হিসেবে নয়, বিশিষ্ট ব্যবসায়ী কার্তিকবাবু ব্যক্তিগত ভাবে বিষ্ণু মন্দির গড়তে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।

peoples | newsfront.co
নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ থেকে ১০ কিলোমিটার দূরে বরুনা পঞ্চায়েত এলাকার দিলালপুর গ্রামের চান্দোল লাগোয়া প্রাচীন শিব মন্দির এলাকায় বিষ্ণু মন্দির গড়ার উদ্যোগ নেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে। উল্লেখ্য, গত মার্চ মাসে দোল পূর্ণিমার দিন গ্রামের একটি পুকুরে মাটি খননের সময় একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া গিয়েছিল।

আরও পড়ুনঃ কাঁসাই নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল এক মহিলার

সেই মূর্তি প্রশাসনের হাতে না দিয়ে বাসিন্দারা গ্রামের শিব মন্দির লাগোয়া এলাকায় মূর্তি স্থাপনের উদ্যোগ নেন। দিলালপুর গ্রামের শিব মন্দিরে পূজিত হওয়া কষ্টি পাথরের এই বিষ্ণু মূর্তির জন্য আলাদা নতুন মন্দির তৈরির সীদ্ধান্ত নেওয়া হয়।

এই নতুন বিষ্ণু মন্দির গড়ার কাজে সহায়তার জন্য গ্রামবাসীদের আহ্বানে সাড়া দিয়ে রবিবার বিকালে দিলালপুর গ্রামে হাজির হয়েছিলেন কার্তিক পাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here