প্রতিবন্ধকতাকে জয় করে সঙ্গীত শিক্ষা দিচ্ছেন শীতলকুচির কার্ত্তিক

0
32

মনিরুল হক, কোচবিহারঃ

দীঘ ২৭ বছর ধরে শিক্ষকতা করছেন বিশেষ চাহিদা সম্পন্ন কার্ত্তিক চক্রবতী। শীতলকুচির গোসাইরহাট বাজার লাগোয়া নিজ বাড়ীতে বেসরকারি মিউজিক কলেজ খুলে এলাকার কচিকাচাদের বিনা বেতনে তবলা, খোল, রবীন্দ্র সঙ্গীত, হারমোনিয়াম, শিখিয়ে যাচ্ছেন।

শিক্ষক। নিজস্ব চিত্র

জীবনে অনেক বাধা বিপওিকে তোয়াকা না করে সমাজকে নিজের ভেবে সেবার কাজ, সমাজের উন্নতি করনে বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও যে কাজ তিনি করছেন তা চোখে পড়ার মতো। তার শিক্ষায় শিক্ষিত হয়ে সঙ্গীত জগতে অনেকে প্রতিভা কুড়িয়েছে।

student | newsfront.co
শিক্ষার্থী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রতিযোগিতার বাজারে এগিয়ে স্বনির্ভর মহিলা দলের তৈরি স্যানিটারি ন্যাপকিন

এদিন এবিষয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষক কার্ত্তিক চক্রবতী বলেন, যারা আমার ছাত্র আজ তারা অনেকে প্রতিষ্ঠিত। এটাই আমার কাছে গর্বের। তার আক্ষেপ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কোন সরকারি বা বেসরকারি কোন সাহায্য তিনি পান নি।

তিনি আরও বলেন, তিনি না থাকলে স্কুলের কি হবে তা ভাবলে চোখে জল আসে। তিনি চান সরকারি ভাবে কোন সাহায্য পেলে স্কুলটি ও স্কুলের ছাএ ছাএী ও সমাজের পিছিয়ে পড়া শিক্ষাথীরা আরো ভালো করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here