গালিজিয়া হত‍্যাকান্ডে মাল্টার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি

0
288

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

বিশ্বজুড়ে বহুল আলোচিত অর্থ পাচারের ‘পানামা পেপারস’ কেলেঙ্কারি প্রকাশ করা সাংবাদিক ক‍্যারুয়ানা গালিজিয়া হত্যাকাণ্ডের জন্য মাল্টা কর্তৃপক্ষকেই দায়ী করেছেন নিহত সাংবাদিকের তিন ছেলে ম্যাথু, অ্যান্ড্রু এবং পল গালিজিয়া

সমস্ত ছবি-স্কাই নিউজ ও টুইটার

তাদেরকে তাদের মায়ের হত‍্যাকারীদের বের করতে মাল্টার প্রশাসন সাহায্য চাইলে তাঁরা উল্টে হত্যাকাণ্ডের জন্য মাল্টা কর্তৃপক্ষকেই দায়ী করেন ও প্রধানমন্ত্রী জোসেফ ম‍্যাসকাটের পদত্যাগের দাবি করেন। তাঁরা ফেসবুকে লেখেন- “birth of a society dominated by fear, mistrust, crime and corruption”.

নীরব প্রতিবাদ

প্রসঙ্গে উল্লেখ্য,যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংস্থা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট পানামা পেপার্স ফাঁসের মাধ্যমে বিশ্বের ধনী ও প্রভাবশালীদের একাংশের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ আনে। এতে হৈচৈ পড়ে যায় বিশ্ব রাজনীতিতে।

মাল্টার প্রধানমন্ত্রী

গত সোমবার এই সাংবাদিক ও ব্লগার ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টায় নিজের বাড়ির কাছেই গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন।

সাংবাদিকদের প্রতিবাদ

 

নিউজ সূত্র-স্কাই নিউজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here