ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
বিশ্বজুড়ে বহুল আলোচিত অর্থ পাচারের ‘পানামা পেপারস’ কেলেঙ্কারি প্রকাশ করা সাংবাদিক ক্যারুয়ানা গালিজিয়া হত্যাকাণ্ডের জন্য মাল্টা কর্তৃপক্ষকেই দায়ী করেছেন নিহত সাংবাদিকের তিন ছেলে ম্যাথু, অ্যান্ড্রু এবং পল গালিজিয়া।
তাদেরকে তাদের মায়ের হত্যাকারীদের বের করতে মাল্টার প্রশাসন সাহায্য চাইলে তাঁরা উল্টে হত্যাকাণ্ডের জন্য মাল্টা কর্তৃপক্ষকেই দায়ী করেন ও প্রধানমন্ত্রী জোসেফ ম্যাসকাটের পদত্যাগের দাবি করেন। তাঁরা ফেসবুকে লেখেন- “birth of a society dominated by fear, mistrust, crime and corruption”.
প্রসঙ্গে উল্লেখ্য,যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংস্থা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট পানামা পেপার্স ফাঁসের মাধ্যমে বিশ্বের ধনী ও প্রভাবশালীদের একাংশের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ আনে। এতে হৈচৈ পড়ে যায় বিশ্ব রাজনীতিতে।
গত সোমবার এই সাংবাদিক ও ব্লগার ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টায় নিজের বাড়ির কাছেই গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন।
নিউজ সূত্র-স্কাই নিউজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584