Karunamoyee Rani Rashmoni: ১৩ ফেব্রুয়ারি শেষ পর্বে ফিরছেন ‘রানীমা’

0
182

নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ

একটানা প্রায় ৫ বছর বাংলা টেলিভিশনে দাপিয়ে বেড়িয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি’৷ ২৪ জুলাই, ২০১৭ থেকে শুরু হয়েছিল ধারাবাহিকের সম্প্রচার। সন্ধ্যে সাড়ে ৬ টা বাজলেই বাড়িতে বাড়িতে টিভির সামনে হাজির হয় রাণীমার দর্শককুল। জানবাজারের রানীমার চরিত্রে যাত্রা শুরু হয়েছিল দিতিপ্রিয়া রায়ের।

Karunamoyee Rani Rashmoni

প্রায় ৪ বছর এই ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ‘করুণাময়ী রানি রাসমণি’-তে রানিমার চরিত্র জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে তাকে। সেইসময়কার ভাষা রপ্ত করতে হয়েছিল দিতিপ্রিয়া-সহ বাকি অভিনেতাদেরও। যদিও ৬ মাস আগে রানীমার জীবনাবসানের পর ধারাবাহিকের নাম বদলে হয় ‘করুণাময়ী রানী রাসমণি- উত্তরপর্ব’। এবার তাও শেষের পথে। শোনা যাচ্ছে, শেষ পর্বের বড় চমক ‘নটী বিনোদিনী’। চ্যানেল সূত্রে খবর, শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে ঘটে যাওয়া উল্লেখ্যযোগ্য ঘটনা দিয়েই শেষ হবে ধারাবাহিক। আর সেখানে আগমন ঘটবে রানিমা তথা দিতিপ্রিয়ার। পরনে সাদা থান, কপালে চন্দনের ফোঁটা শেষবারের মত রানিমাকে দেখা যাবে ‘করুণাময়ী রানি রাসমণি’-তে। ১৩ ফেব্রুয়ারি রবিবার সন্ধে ৬ টায় এই ধারাবাহিকের অন্তিম পর্ব। ১৪ ফেব্রুয়ারি থেকে এই সময়ে আসছে ‘অপরাজিতা অপু’।

আরও পড়ুনঃ আসছে অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’, বলিউডে ডেবিউ প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here