নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
পুনরায় চালু হলো দীর্ঘদিনের বন্ধ থাকা হাট। এক সময় বিশেষ ঐতিহ্য ছিলো এই হাটটি ঘিরে। আজ থেকে প্রায় চার দশক আগে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিদের উদ্যোগে তৈরি করা হয় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের মধ্যে দেওগাঁও কাশিয়াবাড়ি হাট।
পরবর্তীতে হাটটি পরিচালিত হতো ফালাকাটা পঞ্চায়েত সমিতির দ্বারা। সপ্তাহে রবিবার ও বুধবার হাটটি ছিলো গোটা দেওগাঁওয়ের মানুষের একমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান।সেই ঐতিহ্যবাহী হাটটি আনুমানিক দুই দশক আগে সরকারি উদাসীনতায় বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।
গত সোমবার এলাকার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি , ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এক আলোচনা সভার মধ্যদিয়ে নতুন করে হাটটি শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়।মঙ্গলবার থেকে নতুন করে শুরু হলো দীর্ঘদিন বন্ধ থাকা কাশিয়াবাড়িহাটের পথ চলা।
আরও পড়ুনঃ গৃহবধূর দেহ উদ্ধার
এই বিষয়ে ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা বলেন, “এই হাটটি বহুদিন পর চালু হওয়ায় এলাকার আর্থিক অবস্থার উন্নতি হবে । আমাদের কাছে আবেদন করলে আমরা সবরকমের সহযোগিতা করব।”হাট নতুন করে চালু হওয়ায় খুশি এলাকাবাসী থেকে ব্যবসায়ী মহল সকলেই ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584