উদ্ধার কাশ্মীরের অপহৃত বিজেপি নেতা: পুলিশ

0
69

আজহার হুসেইন, কাশ্মীর:

নিজস্ব চিত্র

কাশ্মীরের অপহৃত বিজেপি নেতা মেহরাজ উদ্দিন মাল্লাকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জম্মু-কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, “ঐ ব্যক্তিকে পুলিশ উদ্ধার করেছে”। তবে তাকে কোথা থেকে উদ্ধার করা হয়েছে বা তাকে কে অপহরণ করেছিল সে সম্বন্ধে তিনি কিছু জানাননি।এক পুলিশ কর্তা জানান যে অপহৃত নেতাকে জিজ্ঞাসাবাদের পরেই জানান হবে এ সম্বন্ধে।

অপহৃত নেতার কন্যা

এর আগে পুলিশ সূত্রে জানা গেছে যে আজ সকাল ৯টা নাগাদ গোলাম আহমেদ মাল্লার পুত্র মেহেরাজ উদ্দিন মাল্লা যখন নিজ বাসভবন থেকে বন্ধুর বাড়ি হেটে যাচ্ছিলেন, তখন একদল আততায়ী স্যান্ট্রো গাড়িতে করে এসে হঠাৎ তাকে বেঁধে গাড়িতে তুলে চম্পট দেয়। তারপরেই তাঁর খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়। অপহরণকারীদের হাতে অস্ত্রশস্ত্র ছিল কিনা জানতে চাইলে পুলিশ জানায় যে এটা তদন্তের ব্যাপার।

এর আগে অপহৃত বিজেপি নেতার কন্যা সংবাদমাধ্যমের সামনে কাতর প্রার্থনা করতে থাকে, “বাবাই আমাদের একমাত্র ভরসা। তিনি যেখানেই থাকুন তাকে ফিরিয়ে দিন আমাদের কাছে। আমরা জানি না তার কি হয়েছে বা তাকে অপহরণ করা হয়েছে কিনা। কিন্তু দয়া করে তাকে ফিরিয়ে দিন”

আরও পড়ুন:করোনা থাবায় মোট মৃত্যু বেড়ে হাজার! ২৪ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ১,৫৮৯ , মৃত ২০, সুস্থ ৭৪৯

কাশ্মীরের সোপোর জেলার ওয়াটগ্রাম মিনিসিপাল কমিটির সভাপতি ছিলেন অপহৃত মেহেরাজ উদ্দিন মাল্লা। তিনি মারাজিগান্ড ওয়ার্ড থেকে বিজেপির হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here