কাশ্মীরের প্রেস ক্লাবে অবৈধ অভ্যুত্থানঃ জম্মু-কাশ্মীর প্রশাসনের তুমুল সমালোচনায় এডিটর্স গিল্ড

0
57

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কাশ্মীর প্রেস ক্লাবের বাড়িটি আবার সরকারের এস্টেট দপ্তরে ফিরিয়ে দিয়ে জম্মু-কাশ্মীর প্রশাসন জানিয়ে দিলো কাশ্মীর প্রেস ক্লাবের আর কোন আইনসংগত অস্তিত্ব নেই। একই ভাবে প্রেস ক্লাবের কোন পদাধিকারীও আর নেই। উল্লেখ্য, কাশ্মীর প্রেস ক্লাবের রেজিস্ট্রেশন নবীকরণও স্থগিত রাখে জম্মু-কাশ্মীর প্রশাসন। গোটা বিষয়টিকে সংবাদমাধ্যমের স্বাধীনতায় প্রশাসনিক হস্তক্ষেপ হিসাবেই উল্লেখ করছেন কাশ্মীরের সাংবাদিকদের একটা বড় অংশ।

Kashmir Press Club
কাশ্মীর প্রেস ক্লাব, ছবিঃ দ্য ওয়্যার

প্রেস ক্লাবের কিছু সদস্য সশস্ত্র পুলিশের সাহায্য নিয়ে প্রেস ক্লাব দখল করে বলে অভিযোগ। পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে এডিটর্স গিল্ড। এই ঘটনাকে অবৈধ অভ্যুত্থান হিসেবে বর্ণনা করেছে গিল্ড। প্রশাসনের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে যে, কাশ্মীর প্রেস ক্লাব এখন আর কোন রেজিস্টার্ড সংস্থা নয়। এছাড়াও প্রেস ক্লাবের দুই সাংবাদিক গোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে। এমনকি আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলেও সূত্র মারফৎ খবর পায় প্রশাসন। ফলে প্রশাসনিক স্তরে পদক্ষেপ করা জরুরি হয়ে ওঠে।

আরও পড়ুনঃ করোনা আবহে ভারতে ৪০ জন বিলিওনেয়ার বেড়েছে, দরিদ্র হয়েছেন দ্বিগুণেরও বেশী মানুষ

এছাড়াও বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীর প্রেস ক্লাবকে দেওয়া বাড়িটি আবার এস্টেট দফতরের হাতে তুলে দেওয়া হল। জম্মু-কাশ্মীর প্রশাসন নিরপেক্ষ সংবাদমাধ্যমের অধিকারে বিশ্বাস করে। সাংবাদিকদের পেশাদারি, প্রশিক্ষণমূলক, সামাজিক, বিনোদনমূলক কাজের জন্য একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজন সেকথাও মানে। সাংবাদিকদের একটি রেজিস্টার্ড সংগঠন দ্রুত তৈরি হবে বলেই প্রশাসন আশা করে। সেই সংগঠন এস্টেট দপ্তরের কাছে প্রেস ক্লাবের বাড়িটি পুনরায় তাদের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানাতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here