‘কাশ্মীর টাইমস’ সংবাদপত্রের অফিস সিল! প্রশাসনের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ সম্পাদকের

0
60

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

জম্মু-কাশ্মীরের বহুল প্রচারিত দীর্ঘদিনের সংবাদপত্র ‘কাশ্মীর টাইমস’র অফিস বন্ধ করে দিল প্রশাসন। এই ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে উপত্যকায়। সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ উঠছে। এই ঘটনায় সরব হয়েছেন কাশ্মীর টাইমসের সম্পাদক অনুরাধা ভাসিন।

Anuradha Bhasin | newsfront.co
অনুরাধা ভাসিন

প্রশাসনের সম্পত্তি বিভাগ কাশ্মীর টাইমসের অফিস বন্ধ করে দেয়। এই ঘটনায় অনুরাধা জানিয়েছেন, মত প্রকাশের জন্য প্রতিহিংসার চরিতার্থ করতেই প্রশাসনের এই পদক্ষেপ। ভাসিন অভিযোগ করেন, অফিস বন্ধ করে দেওয়া হবে এই ধরনের কোনো নোটিশ তাদের দেওয়া হয়নি।

প্রশাসনের তরফ থেকে লোকজন হঠাৎ করেই তাঁদের অফিসে এসে বন্ধ করে দিতে বলে। সেই সময় তিনি ও অন্যান্য কর্মীরা কাজ করছিলেন। হঠাৎ করেই তাদের বলা হয় বাইরে বেরিয়ে যেতে, কারণ অফিস সিল করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

এক্ষেত্রে প্রশাসনের বিরুদ্ধে অনুরাধা অভিযোগ করেছেন, কোনও অফিস বন্ধ করতে গেলে সুনির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হয়। এক্ষেত্রে কোন নিয়মই মানা হয়নি। এইভাবে হঠাৎ অফিস বন্ধ করে দিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর টাইমস সংবাদপত্র বেশকিছু সরকারি নীতি এবং কার্যকলাপের সমালোচনা করা শুরু করে। অনুরাধা অভিযোগ করেছেন, শুধুমাত্র এই কারণেই তাঁদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা করা হচ্ছে। অফিস বন্ধ করে দিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার হস্তক্ষেপ করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতে লক্ষাধিক সদ্যোজাতর মৃত্যুর কারণ দূষণ!

এর আগে জম্মু কাশ্মীর উপত্যকায় ২০১৯ সালে ‘মিডিয়া ব্ল্যাকআউট’ নিয়ে সরব হন অনুরাধা এবং সেই ইস্যুতে সুপ্রিম কোর্টে পিটিশনও করেন কাশ্মীর টাইমসের সম্পাদক অনুরাধা বাসিন। যদিও তিনি জানিয়েছেন, সংবাদপত্রের কাজ চালু ছিল, কিন্তু বেশ কয়েকজন কর্মীকে ছাঁটাই করতে বাধ্য হয়েছিলেন তাঁরা।

এখন এইভাবে অফিস বন্ধ করে দিয়ে সংবাদপত্রকেই বন্ধ করে দিতে চাইছে প্রশাসন। তবে এইভাবে তাদের থামানো যাবে না বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, অনুরাধাকে তাঁর বাসস্থান থেকেও উচ্ছেদ করা হয় দিন কয়েক আগে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here