ওয়েবডেস্কঃ
কাশ্মীরের ‘অপ্রতিহত হত্যা’র প্রতিবাদে আমলা পদকে বিদায় জানালেন ২০১০ সালের ইউ.পি.এস.সি. টপার কাশ্মিরের শাহ ফয়জল।
Kashmiri IAS officer Shah Faesal has quit the government service in protest against the "unabated killings" in Kashmir and "lack of any sincere reach-out from the Union government"
Read @ANI Story | https://t.co/ccePHR2EiP pic.twitter.com/SgNuHJdwOk
— ANI Digital (@ani_digital) January 9, 2019
ভারত সরকারের অন্যতম প্রধান প্রশাসনিক ক্ষমতাশালী ও সম্মানজনক পদের অধিকারী একজন আই.এ.এস. আমলা । আর সেই পদকেই কিনা তোয়াক্কা না করে রাজনীতিতে যোগ দিতে চলেছেন আই. এ. এস. শাহ ফয়জল ! ফয়জল তাঁর টুইটার বার্তায় জানান ” কাশ্মীরের অপ্রতিহত হত্যা বন্ধ করতে এবং কাশ্মীরে কার্যকরি কোনও রাজনৈতিক দল থাকায় আমি আই.এ.এস. থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি ।”
কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বক্তব্যেও শাহ ফয়জলের রাজনীতিতে যোগ দেবার কথা জানা গেছে । তবে সরকারি পদ থেকে পদত্যাগের পর ফয়জল কোন রাজনৈতিক দলে যোগ দেবেন তা এখনও স্পষ্ট নয়।
তবে শোনা যাচ্ছে কর্মক্ষেত্রে অসহিষ্ণুতার জন্যই এই সিদ্ধান্ত । বিগত কয়েক বছর ধরে কাশ্মীরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় একধিকবার সরকার বিরোধী মন্তব্য করেছেন শাহ ফয়জল । একজন প্রশাসনিক আধিকারিক হয়েও নীতি ভঙ্গ করে সরকারের বিরোধীতা করাটা ভালো চোখে দেখেনি আমলাতন্ত্রের একাংশ । ফলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছিল বলে জানা যায় । আর এসব থেকেই কার্যক্ষেত্রে অসহযোগিতা পান তিনি ।
এদিকে ফয়জলের এই সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত । বিশেষজ্ঞদের একাংশের মতে কাশ্মীর নিয়ে কেন্দ্রের উদাসীনতার কারণে তাঁর এই সিদ্ধান্ত ।
তবে তিনি রাজনীতিতে যোগ দিলে কাশ্মীর তথা ভারতের রাজনীতিতে নতুন ইতিহাস রচিত হবে সে বিষয়ে কারোর কোনও সন্দেহ নেই ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584