সুদীপ পাল,বর্ধমানঃ
দলের বৈঠকে যোগ দেওয়ার অপরাধে এক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে প্রথমে মহিলাদের হুমকি পরে বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এরই প্রতিবাদে ভাতার থানায় বিজেপি বিক্ষোভ দেখাল। যার জেরে অবরুদ্ধ হয়ে পরলো বর্ধমান কাটোয়া রাজ্য সড়ক।
বিজেপির অভিযোগ, ভাতার থানায় বিক্ষোভের সময় এরুয়ার গ্রামে তাদের কর্মী কার্তিক বাগদিকে একা পেয়ে মারধর করে তৃণমূলের লোকেরা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় ঘটনাস্থলে যাচ্ছেন পুলিশ কর্তারা। রয়েছে পুলিশ পিকেট।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ভাতারে বিজেপির একটি বৈঠকে যোগ দেন শ্যামল অধিকারী ও তার ছেলে চন্দ্রকিশোর। বাড়িতে সেই সময় ছিলেন তাঁর স্ত্রী ও মেয়ে। অভিযোগ এই সময় বেশ কয়েকজন বাড়িতে গিয়ে তাঁদের হুমকি দেয়, হেনস্থা করে বলে অভিযোগ। এই ঘটনার পর পুলিশকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে। তারপরেই ইট পাথর দিয়ে বাড়িতে হামলা হয়। শুধু তাই নয় বোমা ছোড়া হয় বলে অভিযোগ।
শ্যামলবাবুর স্ত্রী রাধারানীদেবীর বক্তব্য, তাঁর পরিবার বিজেপি করে বলেই তৃণমূলের আক্রোশ। বিজেপির বৈঠকে গিয়েছে বলে প্রানের হুমকি দেওয়া হচ্ছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এলাকার তৃণমূল নেতা মানগোবিন্দ অধিকারী। তিনি বলেন সাদা ও লাল পদ্মের মধ্যে মারামারি হচ্ছে। এলাকা দখলে তাদের মধ্যে বোমাবাজি এবং গুলি ছোড়ার ঘটনা ঘটছে। এই ঘটনার সাথে তৃণমূল কোনভাবেই যুক্ত নয়।
আরও পড়ুনঃ অভিযুক্ত গৃহবধূর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ
যদিও বিজেপির ভাতারের পর্যবেক্ষক গোলাম জার্জিস অভিযোগ করেন,কাটমানি আন্দোলন বন্ধ করতে সন্ত্রাস এর পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584