শ্যামল রায়,কাটোয়াঃ
রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির কাটোয়া পূর্ব চক্রের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।কাটোয়ার জগদানন্দপুর হলঘরে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ সুনীল মন্ডল।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মহম্মদ আবু বক্কর কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশ মণ্ডল শিশির মন্ডল সুব্রত মজুমদার গৌতম ঘোষাল সহ অনেকে।
এই সম্মেলনে কয়েক দফা দাবি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা।
উল্লেখযোগ্য দাবির মধ্যে ছিল অবসরের বয়স ৬০থেকে ৬২ বছর করতে হবে।বিভিন্ন বিদ্যালয়ে ইলেকট্রিক বিল সরকারকেই বহন করার দাবিও উঠেছে এদিন।যে সমস্ত শিক্ষক বেশি যোগ্যতাসম্পন্ন তাদের বেতন বৃদ্ধির দাবি জানানো হয়েছে। এছাড়াও দূরের শিক্ষক-শিক্ষিকাদের বদলির বিষয়টি অনতিবিলম্বে সরকারকে দেখার অনুরোধ করেছেন। শিশুশ্রেণী থেকে পোশাক দেওয়ার দাবিও জানানো হয়েছে।এছাড়াও মেডিকেল লিভ হাজার টাকা বৃদ্ধির দাবি উঠেছে এদিন।প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাদের বাড়িভাড়া বাবদ ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশ বাড়াতে হবে। এই দাবি উঠেছে সম্মেলনে।
তৃণমূল শিক্ষক নেতা শেখ মোহাম্মদ আবু বক্কর জানিয়েছেন যে এদিন আড়াইশো শিক্ষক-শিক্ষিকা উপস্থিত হয়েছিলেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন যে বাম আমলে তারা ঠিক সময়ে বেতন পেতেন না বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি ছিল না এই সরকার আসার পর থেকে যথেষ্ট উন্নতি এবং শিক্ষক-শিক্ষিকারা মর্যাদা পেয়েছে বলে অভিমত প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: ট্রাক পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584