কৌন বনেগা ক্রোড়পতির মোহন সাইনি আজ এসপি

0
51

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

সালটা ২০০১। একটি জনপ্রিয় হিন্দি চ্যানেলে সম্প্রচারিত অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানটির টিআরপি তখন তুঙ্গে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সারা দেশকে তাক লাগিয়ে দিয়েছিলেন দশম শ্রেণীর ছাত্র মোহন সাইনি। মাত্র ১৯ বছর আগের কথা। তখন মোহনের বয়স ছিল ১৪। কেবিসি জুনিয়র কনটেস্টে ১৫ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ১ কোটি টাকা জিতেছিলেন তিনি।

Kaun banega Crorepati | newsfront.co
সংবাদ চিত্র

এখন তাঁর বয়স ৩৩। স্কুলছাত্র মোহন এখন এসপি ডক্টর রবি মোহন সাইনি। গত মঙ্গলবার পোরবন্দরের এসপি-র দায়িত্ব হাতে তুলে নিয়েছেন মোহন। রবি মোহন সাইনি স্কুল উত্তীর্ণ হওয়ার পরই ডাক্তারি পড়া শুরু করেন। এমবিবিএস পাস করার পর ইউপিএসসির পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তিনি। তার আগে অবশ্য চিকিৎসক হিসেবে ইন্টার্নশিপও করেন মোহন সাইনি।

আরও পড়ুনঃ ‘ইরফানের সঙ্গে আবার দেখা হবে’, অপেক্ষায় স্ত্রী সুতপা

রবি ​​মোহন সাইনি ২০১৪ সালে গুজরাট ক্যাডারের আইপিএস হন। মোহন সাইনির বাবা নেভি অফিসার ছিলেন, তাই নেভাল পাবলিক স্কুলেই নিজের পড়াশোনা সারেন মোহন। কৌন বনেগা ক্রোড়পতিতে অংশ নেওয় দশম শ্রেণীর সেই বিস্ময়কর বালক আজ এসপি। এই সেদিনের কথা। ভাবতেও অবাক লাগছে? হ্যাঁ এটাই সত্যি। পোরবন্দরের এসপি-র দায়িত্ব নেওয়ার সময় রবি মোহন সাইনি বলেন, “এখন আমার কাজ হল কোভিড-১৯-এর কথা মাথায় রেখে পোরবন্দরের লকডাউন পরিস্থিতি দেখভাল করা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here