নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
শুক্রবার সকালে একটি বেক বিমান ৯৫ জন যাত্রী ও ৫ কর্মকর্তা-সহ কাজাকাস্তানের আলমাটি শহরের কাছে ভেঙে পড়েছে। জানা গেছে উড়ানের কিছুক্ষণ পরই আকাশপথে বেশিক্ষণ না ভাসতে পারে বিমানটি ভেঙে পড়ে মাটিতে। সেন্ট্রাল এশিয়ান কানট্রি-এর কর্মকর্তা মারফৎ জানা গেছে, ঘটনায় ১৪ জন নিহত হয়েছে।

কাজাকাস্তানের সিভিল এশিয়ান কমিটি একটি বিবৃতিতে জানিয়েছেন, ওই ফোক্কার ১০০ টাইপের বিমানটি কাজাকাস্তানের রাজধানী নুর-সুলতানের পথে যাত্রা করছিল। উড়ানের পর অক্ষাংশ থেকে বিচ্যুত হয়ে যাওয়ায় বিমানটি একটি দোতলা বিল্ডিং-এ গিয়ে ধাক্কা খায়। আলমাটি মেয়রের দফতর থেকে জানা গিয়েছে, ঘটনায় নিহতের সংখ্যা ১৪। এছাড়া প্রায় ২২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
Kazakhstan plane crash: Bek Air plane goes down near Almaty airport; multiple fatalities reported
— Breaking911 (@Breaking911) December 27, 2019
আরও পড়ুনঃ রাজনৈতিক উষ্ণতাও ফিকে দিল্লি-কলকাতার ঠান্ডায়
এভিয়েশন কমিটি থেকে নির্ধারিত করে এখনও বিমানটি ভেঙে পড়ার কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ না করা হলেও রয়টার্সের একজন সাংবাদিক যিনি বিমানবন্দরে একই সময়ে যাত্রা করছিলেন, জানিয়েছেন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল সেই সময়ে।
তোলা কিছু ফটোতে দেখা গেছে, বিমানটি আলমেরেক গ্রামের একটি অঞ্চলে ভেঙে পড়েছে এবং দুটি ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু কাজাকের বেক বিমান বাহকের দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
বিমান চলাচল কমিটি ইতিমধ্যেই জানিয়েছে যে তদন্তের জন্য আপাতত সব ফোক্কার ১০০ বিমানগুলির উড়ান বাতিল করা হচ্ছে। কাজাখের রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভ টুইট করে ক্ষতিগ্রস্থ এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন, বিমান দুর্ঘটনার সাথে জড়িত কোনও দোষীর খোঁজ মিললে আইন অনুযায়ী তার কঠোর শাস্তি হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584