বঞ্চনার অভিযোগ:পিএইচডি ভর্তির তালিকা সংশোধন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের

0
212

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সোমবার রাতে প্রকাশিত সংশোধিত তালিকা

শেষ পর্যন্ত পিএইচডি ভর্তির তালিকা সংশোধন করল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পিএইচডিতে ভর্তির জন্য ইন্টারভিউয়ের পর সুযোগ পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ ওঠে সংরক্ষণ নিয়মভঙ্গের-প্রকাশিত তালিকা অনুযায়ী স্থান হয়নি ওবিসি-এ ও ওবিসি-বি কোনো প্রার্থীর। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। অভিযোগ জানায় বেশ কিছু সামাজিক সংগঠন।

তবে আবেদনকারী প্রার্থীদের অভিযোগ ব্যাপারটা মোটেও যোগ্যতার নয়। ইচ্ছা করেই বঞ্চিত করা হয়েছে ১০ ও ৭ শতাংশ সংরক্ষণ থাকা ওবিসি-এ এবং ওবিসি- বি প্রার্থীদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান সংশ্লিষ্ট বিষয় ইন্টারভিউয়ের জন্য ২৬ জন ওবিসি-এ প্রার্থীকে ডাকা হয়েছিল। যার মধ্যে অন্তত ২০ কুড়িজনের NET- SET ক্লিয়ার ছিল। অন্যদিকে ইন্টারভিউয়ে ডাকা ২৪ জন ওবিসি-বি প্রার্থীদের মধ্যেও যোগ্যতার অভাব ছিল না। তার প্রমাণও পাওয়া গেল নতুন সংশোধনী তালিকায়। ইতিহাস বিভাগে ওবিসি- এ ওবিসি-বি দুই ক্যাটেগরিতেই একজন করে প্রার্থী সংশোধনী তালিকায় স্থান পেয়েছেন।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি। ইতিহাসের বিভাগীয় প্রধান প্রদীপ কুমার দাসকে ফোনে  যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here