৪ বছরে পা দেবে ‘কে আপন কে পর’

0
225

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

দেখতে দেখতে ৪ বছর পার করতে চলেছে ধারাবাহিক ‘কে আপন কে পর’। সাধারণ গ্রাম্য মেয়ে জবার আইনজীবি আর তারপর বিচারপতি হওয়ার লম্বা জার্নি তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন দর্শক। ছেলে, মেয়ে, পুত্রবধূ নিয়ে জবার আজ ভরা সংসার। অনেক ঘাত প্রতিঘাত সামলে নিয়েছে এবং নিচ্ছে জবা সেনগুপ্ত। সঙ্গে রয়েছে স্বামী এবং শ্বশুরবাড়ির সাপোর্ট। শত্রুদমনে জবা একাই একশো।

Ke Apan Ke Por | newsfront.co

সুশান্ত দাসের প্রযোজনায় একের পর এক নারীচরিত্রকে এভাবেই লড়াকু ইমেজে সাফল্যের শিখরে উঠতে দেখেছে দর্শক। জবা তাদের মধ্যে অন্যতম। শুরুর দিন থেকে এই ধারাবাহিকের টি আর পি’র কাঁটা ঊর্ধগামী। আজ চার বছর পার করলেও জনপ্রিয়তায় এতটুকু আঁচড় পড়েনি এই ধারাবাহিকে।

আরও পড়ুনঃ ফের নেগেটিভ শ্রীতমা!

এই মুহূর্তে জবার শিকড় উঠে আসছে ধারাবাহিকে। জবা তার হারানো মাকে ফিরে পেতে চলেছে এবার। মাকে সঠিক বিচার পাইয়ে দিতে এবার মরিয়া সে।

২০১৬ সালের জুলাই মাসে শুরু হয় এই ধারাবাহিক। মহাপর্বে রয়েছে দারুণ চমক। চোখ রাখতে ভুলবেন না সন্ধে সাড়ে ৭ টায়, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here