অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
আগামী কাল থেকে শুরু হচ্ছে আইএসএল। এবার করোনার জন্য শুধু গোয়াতে হচ্ছে ভারতীয় ফুটবলের এক নম্বর টুর্নামেন্ট তবে দর্শক শূন্য স্টেডিয়ামে হলেও এবার যে টুর্নামেন্ট জনপ্রিয় হবে সে বিষয়ে আশাবাদী উদ্যোক্তারা বিশেষ করে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের উপস্থিতি টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মত সকলের।
আবার প্রথম ম্যাচে মুখোমুখি এটিকে-মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। বিসিসিআই প্রধান হিসেবে সফল ভাবে আইপিএল আয়োজন করে ক্রিকেটজগতের প্রশংসা আদায় করে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইএসএলে তিনি আবার এটিকে-মোহনবাগানের অন্যতম কর্ণধার। মেগা ফুটবল টুর্নামেন্টের বল গড়ানোর আগে সৌরভ জানালেন অন্যদের মত তিনিও মনে প্রাণে চান ভারতীয় ফুটবলের এক নম্বর টুর্নামেন্ট যাতে জনপ্রিয় হয়।
আরও পড়ুনঃ করোনাকে দূরে ঠেলে মাঠে নর্থ ইস্ট
আইএসএলের সোশ্যাল মিডিয়ায় সৌরভ বলেন, “কলকাতায় জন্মেছি তাই ফুটবল খেলাটাই অনেক আগে দেখেছি। ছোটো বেলায় আমার প্রথম খেলাই ছিল ফুটবল। আইএসএল শুরু হচ্ছে সেটা ভেবে আমি দারুণ উত্তেজিত। নিজের দল আছে কলকাতার নাম আছে তাই আরও নিজের মনে হয় টুর্নামেন্টটাকে। তিন বারের চ্যাম্পিয়ন আমরা, তাই আনন্দটাও একটু বেশি। সব দলের জন্য আমার শুভেচ্ছা রইলো। টুর্নামেন্ট জনপ্রিয় হোক ভারতীয় ফুটবল এগিয়ে যাক ভারতীয় ফুটবলের হাত ধরে এটাই চাই।”
আরও পড়ুনঃ আইএসএলের উদ্বোধনে স্পেনিশ মস্তিষ্কের যুদ্ধ
দেশের মাঠে আইএসএল কর্তৃপক্ষ টুর্নামেন্ট করছে করোনা পরিস্তিতিতে সেটা নিয়ে সৌরভ বলছেন, “ দারুণ উদ্যোগ আইএসএলই পারে ফুটবলকে ক্রিকেটের মতো জনপ্রিয়তা দিতে। এই অতিমারির সময় দেশের মাঠে খেলা ফেরা যেমন জরুরি, তেমনই তিনি মনে করেন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে খেলাটাও একইরকম জরুরি তাই চাই জৈব সুরক্ষা বলয় মেনে সব কিছু হোক আশা করি সেটা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584