কেরলে ডিটেনশন ক্যাম্প হচ্ছে না, ঘোষণা বিজয়ন সরকারের

0
60

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মমতা বন্দোপাধ্যায় বেঁচে থাকতে বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প যে হবে না, সেকথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার কেরলের পিনারাই বিজয়নের সরকার স্পষ্ট জানিয়ে দেয়, কেরালায় অবৈধ অনুপ্রবেশকারীদের আটকে রাখতে কোনও ডিটেশন ক্যাম্প তৈরি হচ্ছে না। এমনকী, এর আগে কংগ্রেস আমলে রাজ্যে যে ক্যাম্পটি নির্মাণের জন্য ছাড়পত্র পেয়েছিল সেটির কাজও স্থগিত করে দেওয়া হয়েছে।

Pinarayi Vijayan | newsfront.co
পিনারাই বিজয়ন। চিত্র সৌজন্যঃ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

সিএএ-এনআরসি প্রতিবাদে গোটা দেশে যখন আগুন জ্বলছে, সেসময়ই কেরল সরকার জানিয়ে দিয়েছিলেন তার রাজ্যে এনআরসি-সিএএ লাগু হবে না। এবার ডিটেনশন ক্যাম্প না হওয়ার কথাও স্পষ্ট জানিয়ে দিলেন বিজয়ন সরকার।

আরও পড়ুনঃ নতুন এনপিআর পদ্ধতিতে কী লাগছে এবার, জেনে নিন প্রয়োজনীয় তথ্য

মুখ্যমন্ত্রীর দফতরের দেওয়া তথ্য বলছে, ২০১২ সালে কেন্দ্রের তৎকালীন ইউপিএ-২ সরকার রাজ্যকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিয়েছিল। অবৈধ অনুপ্রবেশকারী, মেয়াদ উত্তীর্ণ ভিসায় এদেশে বসবাসকারী বিদেশি ও আইনি জটে আটকে থাকা বিদেশিদের এই ধরনের ক্যাম্পে রাখার সিদ্ধান্ত হয়।

২০১৫ সালে এনডিএ সরকার রাজ্যের ডিজি, এডিজিও কারা দফতরের আইজিকে নিয়ে বৈঠক করে। ২০১৬ সালে ক্যাম্প তৈরির বিষয়টি তত্ত্বাবধানের জন্য রাজ্যের সামাজিক ন্যায় দফতরকে দায়িত্ব দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ২০১৬-র ফেব্রুয়ারিতে ক্যাম্প নির্মাণের জন্য তৎপর হয়। সামাজিক ন্যায় দফতরকে পরিকল্পনার কথা জমা দিতে বলাও হয়েছিল।

আরও পড়ুনঃ রাজনৈতিক মতাদর্শ উপেক্ষা করে দিলীপের মুখে অপ্রিয় সত্য

তবে, এরপর আর ডিটেনশন ক্যাম্পের কাজ এগোয়নি। কেন্দ্র তাগাদা দিলেও তা উপেক্ষা করে গেছে কেরল সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here