নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
‘ওনাম’ উৎসব কাটতেই কেরলে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় কেরলে কোভিড ১৯ এর সংক্রমণ ৩১ হাজার পেরিয়েছে। সংক্রমণ এক ধাক্কায় বেড়েছে ৩০ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, এটি ওনাম উৎসব পরবর্তী চিত্র। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনায় মৃত্যু হয়েছে ২১৫ জনের। আজকের হিসেব অনুসারে কেরলে একদিনে সংক্রমিত হয়েছেন ৩১,৪৪৫ জন। এপর্যন্ত কেরলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৩৮,৮৩,৪২৯ ও করোনায় মোট মৃত্যু হয়েছে ১৯,৯৭২ জনের। ওনাম মুলত দক্ষিণ ভারতের নববর্ষের সুচনা। গোটা দক্ষিণ ভারতেই মহা সমারোহে পালিত হয় এই উৎসব।
এরই মাঝে উদ্বেগ বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি রিপোর্ট।এই রিপোর্টে প্রধানমন্ত্রীর দপ্তরকে সতর্ক করে বলা হয়েছে, অক্টোবরেই শীর্ষে পৌঁছতে পারে করোনার তৃতীয় ঢেউ। এমনকি তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ ৫ লক্ষ পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ সব রাজ্যের স্কুল শিক্ষকদের ৫ সেপ্টেম্বরের আগে জরুরী ভিত্তিতে টিকাকরণ, শিক্ষক দিবসের উপহার কেন্দ্রের
ইতিমধ্যেই দেশে কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশও পাওয়া গিয়েছে, বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনার এই নতুন স্ট্রেইন। তবে কিছুটা আশার আলো দেখিয়েছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান সায়েনটিস্ট সৌম্যা স্বামীনাথন। তিনি বলেন, শিশুদের নিয়ে আতঙ্কের কারণ নেই, মহামারীর শেষ পর্যায়ে রয়েছে দেশ। তবে আরও কিছুদিন মানতে হবে করোনা সতর্কতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584