সরকারি কর্মচারীদের বেতন কাটতে কেরালায় অর্ডিন্যান্স

0
166

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

রাজ্যের কর্মীদের বেতন কাটতে চেয়ে  হাইকোর্টে মঙ্গলবারই ধাক্কা খেয়েছিল। এবার তাই অর্ডিন্যান্সের পথে হাঁটতে চলেছে কেরল সরকার। সংবাদমাধ্যম পিটিআই সূত্রে জানা গেছে যে করোনা মোকাবেলার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে রাজ্য সরকার অর্ডিন্যান্স আনতে চলেছে বলে কেরালার অর্থমন্ত্রী জানিয়েছেন।

বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি বহুল চর্চিত ছিল। শনিবার সাংবাদিকদের সামনে কেরালার অর্থমন্ত্রী টমাস আইজ্যাক জানান যে তাদের রাজ্য করোনা ঠেকাতে অনেকটাই সফল, কিন্তু করোনার বিরুদ্ধে লড়তে লড়তে অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছে কেরালা। এমতাবস্থায় সরকারি কর্মচারীদের বেতন কাটাই  একমাত্র উপায় বলে জানিয়েছিলেন তিনি। তিনি ঐদিন আরও জানান,”শুধু সরকারি কর্মীদের বেতন দিতেই ২৫০০ কোটি টাকা প্রয়োজন, এপ্রিল মাসে রাজ্য সরকার মাত্র ২৫০ কোটি টাকা জোগাড় করতে পেরেছে। কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য বকেয়া ধরলে তা দাঁড়াবে ২ হাজার কোটি টাকা।”

তিনি জানিয়েছিলেন এই পরিস্থিতিতে মে মাস থেকে শুরু করে আগামী ৫ মাস পর্যন্ত রাজ্যের সব স্তরের কর্মীদের মাসের ৬ দিনের বেতন কাটা হবে।(ছবি সৌজন্যে: দ্য হিন্দু)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here