ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
বুধবার এক ঐতিহাসিক রায়ে কেরালা হাই কোর্ট কেন্দ্র সরকারকে কর্ণাটক-কেরালা রাজ্য সীমানায় কর্ণাটকের তৈরি ব্লকেড সরিয়ে দেওয়ার নির্দেশ দিল যাতে করে কেরালার রোগীরা আপৎকালীন চিকিৎসার জন্য কর্ণাটকের হাসপাতালগুলিতে যেতে পারে।
হাইকোর্ট তার অবজারভেশনে জানায় যে কর্নাটকের ম্যাঙ্গালোর ও কেরালার কাসারাগডের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক যেহেতু দেশের জাতীয় সড়ক গুলোর মধ্যে পড়ে তাই এটা কেন্দ্র সরকারের দায়িত্ব যাতে করে ওই সড়ক যেন কোনোভাবেই অবরুদ্ধ না থাকে।
[Breaking] Kerala HC Directs Union Govt To Remove Karnataka's Border Blockade For Emergency Medical Cases https://t.co/ywffYj0jCx
— Live Law (@LiveLawIndia) April 1, 2020
কেরালা হাইকোর্টের জাস্টিস একে জয়শঙ্করণ নামবিয়ার ও জাস্টিস শাহাজি পি চালি’র বেঞ্চ এক জনস্বার্থ মামলায় অন্তর্বর্তীকালীন এই রায় দেয়।
উল্লেখ্য, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী রূপ ধারণ করাায় প্রধানমন্ত্রীর নরেন্দ্রর মোদি ২৪শে মার্চ দেশব্যাপী লকডাউন ঘোষণার পর কর্ণাটক সরকার কর্নাটকের ম্যাঙ্গালোর ও কেরালার কাসারাগডের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক অবরোধ করে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584