নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
উপকূলীয় নিয়ম না মেনে কোচির মাদুরাতে একের পর এক ফ্ল্যাট উঠেছে। আর এ নিয়ে দেখা দিয়েছে গণ্ডগোল। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে দু’দিন ধরে ভাঙা হবে সমস্ত ফ্ল্যাট। তবে যে সমস্ত ফ্ল্যাটগুলি পুকুর বুজিয়ে তৈরি হয়েছে, সেসমস্ত ফ্ল্যাটগুলিই শুধু ভাঙা হবে।
জাতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কেরল সরকারের নির্দেশে মোট ৩৫০ টি ফ্ল্যাট ভাঙা হবে। এই কাজের জন্য নিরাপদ স্থানে ২৪০ জন বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফ্ল্যাট ভাঙার কাজ। মোট ৮০০ কেজি বিষ্ফোরক ব্যবহার করা হবে এই কাজে। এর মধ্যে একাধিক ফ্ল্যাটকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
WATCH | 4 posh Kochi flat complexes razed to the ground in mega demolition.#MaraduFlats #Kochi #Kerala #DemolitionDrive pic.twitter.com/VWW5s3m6f6
— NDTV (@ndtv) January 11, 2020
আরও পড়ুনঃ সরকারি প্রাথমিক স্কুলগুলিতে দেশীয় খেলাধুলা চালুর উদ্যোগ প্রশাসনের তরফে
জানা গেছে, বিকেল চারটে পর্যন্ত চলবে এই ভাঙাভাঙির কাজ। সেই সময় পর্যন্ত মারাদু অঞ্চলে কোনও জনসমাবেশ করা যাবে না বলে জানিয়েছে প্রশাসন। স্থলযান, উড়ান এমনকি জলযানও বন্ধ থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ১৩৮ দিনের মধ্যে বেআইনি বহুতল ভাঙার নির্দেশ দেয় শীর্ষ আদালত। প্রতি ফ্ল্যাটের মালিককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584