নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কোঝিকোড়ে বিস্ফোরণ মামলায় বড় ধাক্কা এনআইএ-র। ২০০৬ সালের এই বিস্ফোরণের মামলার তদন্তের দায়িত্ব ছিল এনআইএ-এর হাতে, ২০১১ সালে মামলার রায় দেয় এনআইএ স্পেশাল কোর্ট। লশকর-ই-তইবা জঙ্গী যোগের অভিযোগে প্রথম অভিযুক্ত থাডিয়ান্তেভিডা নাজির ও চতুর্থ অভিযুক্ত শাফাস-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে বিশেষ আদালত। বৃহস্পতিবার এই দুজনকেই অভিযোগ থেকে অব্যাহতি দিল কেরল হাইকোর্ট।

মামলায় অপর দুই অভিযুক্ত আব্দুল হালিম ও আবুবকর ইউসুফকে বেকসুর খালাস করে এনআইএ বিশেষ আদালত। এই রায়কেও চ্যালেঞ্জ করে আপিল করে এনআইএ। বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি জিয়াদ রহমান-এর ডিভিশন বেঞ্চ সেই আপিলও প্রত্যাখ্যান করেছে। নাজির ও শাফাসকে UAPA আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করে এনআইএ বিশেষ আদালত এবং যাবজ্জীবন কারাদন্ডের সাজা দেয়।
আরও পড়ুনঃ প্রবল রাগে তরুণ সাংবাদিককে পিটিয়ে মারা হল উত্তরপ্রদেশে
বৃহস্পতিবার মামলার রায় দিতে গিয়ে আদালত বলে, “ আমরা বুঝি যে ৪ বছর পরে মামলার দায়িত্ব নিয়ে এনআইএ-র তদন্তকারীদের পক্ষে তথ্য প্রমাণ খুঁজে পাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন। তবে যা কিছু তথ্য প্রমাণ বা সাক্ষীদের বয়ান তাঁরা পেশ করেছেন তাতে অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584