নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
“কেন্দ্রীয় সরকার লাক্ষাদ্বীপের বাসিন্দাদের বিরুদ্ধে করোনাকে জৈব অস্ত্র হিসাবে ব্যবহার করেছে, “এক টিভি চ্যানেলের আলোচনা সভায় মন্তব্য করেন চলচ্চিত্র নির্মাতা আয়েশা সুলতানা। আয়েশার এই মন্তব্যে কাভারাত্তি থানায় তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ জানান এক বিজেপি কর্মী, এফআইআর-ও দায়ের হয় দেশদ্রোহিতার ধারায়।
মামলার শুনানিতে বিচারপতি অশোক মেননের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, বিষয়টি এখনো তদন্তাধীন এবং তদন্ত এখনো প্রাথমিক স্তরেই রয়েছে। ফলে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো সময় দেওয়া হচ্ছে পুলিশকে। পাশাপাশি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় তদন্তের যাবতীয় তথ্য আদালতে জমা দেবার।
Kerala High Court Refuses To Stay In Sedition Case Against Aisha Sultana @hannah_mv_ https://t.co/oyEgu543zF
— Live Law (@LiveLawIndia) July 2, 2021
আয়েশার পক্ষে আইনজীবী আকবর কেএ জানান যে ‘জৈব অস্ত্র’ শব্দটি তাঁর মক্কেল একেবারেই আক্ষরিক অর্থে ব্যবহার করেননি। মুহূর্তের উত্তেজনার বশে এই শব্দ ব্যবহার করেছিলেন আয়েশা তবে তা কখনোই কারুর আবেগে আঘাত করার জন্য নয়।
আরও পড়ুনঃ বিচারপতি কৌশিক চন্দ সম্পর্কে টুইট, ডেরেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চান আইনজীবি
তিনি আরো বলেন যে আয়েশা প্রশাসনের সমালোচনা করেছেন মাত্র, তার বেশি কিছু নয়। প্রশাসনের সমালোচনা করার অধিকার ব্যক্তির সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে, তা কখনোই দেশদ্রোহিতা নয়। লাক্ষাদ্বীপ প্রশাসনের পক্ষে এডিশনাল সলিসিটর জেনারেল আমন লেখি এই আবেদনের বিরোধিতা করে জানান তদন্ত সবে শুরু হয়েছে, সব দিক খতিয়ে না দেখে এ বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া আদালতের উচিত নয়।
আরও পড়ুনঃ হরিয়ানার শিক্ষক দুর্নীতির মামলায় সাজার মেয়াদ শেষে মুক্তি পেলেন ওম প্রকাশ চৌতালা
গতমাসে তাঁর গ্রেপ্তার পূর্ব জামিনের আবেদন মঞ্জুর করলেও, তদন্তে স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিল কেরল হাইকোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584