ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
কেরল মহারাষ্ট্রে করোনা সংক্রমণের বৃদ্ধি ক্রমশ উর্ধ্বমুখী। কেরলে আরও ২০ জনের করোনা রিপোর্ট পজিটিভ। ফলে কেরলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০২।
কেরলে নতুন করে সংক্রামিত কুড়িজনের মধ্যে ১৮জনের বিদেশ যাত্রার ইতিহাস আছে, বাকি দুইজন আক্রান্তের সংস্পর্শে এসে সংক্রামিত হয়েছেন। চিকিৎসাধীন ২০২ জনের মধ্যে ১৮১ জন এখনও সংক্রামিত।
20 more positive cases in Kerala; 18 have foreign travel history and 2 have contact history with positive cases. Total number of cases in the state rise to 202, of which 181 are active. 4 people under treatment tested negative today: Kerala Health Minister's Office pic.twitter.com/x7jSS5t0Ia
— ANI (@ANI) March 29, 2020
কেরল রাজ্য স্বাস্থ্য দফতরের সূত্রে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, সংক্রামিত চিকিৎসাধীন রুগীদের মধ্যে চারজনের নেগেটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২০৩।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584