মনুষ্যত্বের জয়গান গেয়ে পরীক্ষার্থী-অভিভাবকদের পাশে মসজিদ কমিটি

0
146

ওয়েবডেস্কঃ-

রাষ্ট্রীয় মদতে যখন চলছে অন্ধতা আর গোঁড়ামি বিষবৃক্ষের চাষ তখন দেশের রন্ধ্রে রন্ধ্রে অন্য এক ভারতের জন্ম দিচ্ছে সাধারণ ধর্মপ্রাণ মানুষেরাই পাঞ্জাবের মুম দেখিয়েছে অনন্য নজির।হিন্দুর ভূমি শিখ ধর্ম সম্প্রদায়ের মানুষদের আর্থিক সাহায্যে গড়ে উঠেছে গরিব ইসলাম ধর্মসম্প্রায়ের উপাসনাস্থল।এবার সেই তালিকায় যুক্ত হল কেরল।

মসজিদের ভেতরেই বিশ্রাম

গত রবিবার সারা দেশ জুড়ে সর্বভারতীয় নিট পরীক্ষা অনুষ্ঠিত হয়।সমগ্রদেশের প্রায় তেরো লক্ষ প‍রীক্ষার্থী অসংখ্য পরীক্ষাকেন্দ্রের মতো কেরলের শিবগিরি বিদ্যালয়েও প্রায় ১২০০ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে ।সেখানে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা জড়ো হয় অন্যান্য পরীক্ষাকেন্দ্রের মতো। প্রচন্ড গরম আর আর জল পিপাসায় তারা কষ্ট পাচ্ছে দেখে এগিয়ে আসেন পার্শ্ববর্তী মসজিদ কর্তৃপক্ষ। মসজিদ পরিচালন কমিটির ভদি হিরা ট্রাস্টের সদস্যদের সহযোগিতায় ক্লান্ত পিপাসার্ত অভিভাবকদের মসজিদের ভেতরে বসার ব্যবস্থা করে দেন।শুধু তাই নয় তাদের জন্য খাবার ও পানীয় জলের আয়োজনও করে দেন মসজিদ পরিচালন কমিটি।

ভদি হিরা ট্রাস্টের সদস্য আব্দুর রউফ বিন রহিম সোশ্যাল মিডিয়ায় জানান যে “ভদি হিরা মসজিদ নিট এক্সাম দিতে আসা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের থাকার ব‍্যবস্থা করে।”

ভারতে  অনেক জায়গায় এখনো অমুসলিম ও মহিলাদের মসজিদে প্রবেশ আমাদের কল্পনা করতে বেশ কষ্ট হয়। কিন্তু মানবিকতার কাছে মানুষের তৈরি প্রথা পরাস্থ হয়।বিশ্রামরত অভিভাবকদের উপস্থিতিতেই দুপুরের জোহরের নামাজ পড়েন মুসল্লিরা।পরীক্ষা শেষে সন্তানদের নিয়ে বাড়ি ফেরেন অভিভাবকরা তৃপ্ত মনে।কিন্ত গড়ে উঠল সম্প্রীতির এক অনন্য নজির।

(ছবি-সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here