নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কেরল যুব কংগ্রেসের দাবি মুখ্যমন্ত্রী পিননারাই বিজয়নের পদত্যাগ। কোভিড পরিস্থিতিতে যুব কংগ্রেসের প্রতিবাদ সভায় তুমুল লাঠিচার্জ পুলিশের।
সোনা পাচারে যুক্ত থাকার অভিযোগ ওঠে কেরলে মুখ্যমন্ত্রীর দপ্তরের এক সচিবের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরে এই নিয়ে বিরোধী দল কংগ্রেস দাবি জানাচ্ছিলো মুখ্যমন্ত্রী পিননারাই বিজয়নকে এই দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে হবে।
#WATCH Kerala Police cane-charged Youth Congress workers who were staging a protest demanding resignation of Chief Minister Pinarayi Vijayan over the gold smuggling case, in Wayanad. pic.twitter.com/i3Gyp4LVbW
— ANI (@ANI) August 28, 2020
আরও পড়ুনঃ গাঁটের কড়ি খসিয়ে এবার আধার কার্ডের ভুল সংশোধন করতে হবে
আজ যুব কংগ্রেসের এক প্রতিবাদ সভায় সোচ্চার হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে যুব কংগ্রেসের নেতা ও কর্মীদের ছত্রভঙ্গ করতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584