নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ফেব্রুয়ারি মাসে দাম বাড়ল রেশনে বিক্রি হওয়া কেরোসিনের। খাদ্য দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসে কলকাতায় প্রতি লিটার কেরোসিনের বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে ৩৪ টাকা ৭০ পয়সা। জানুয়ারিতে এই দাম ছিল ৩২ টাকা ৩৮ পয়সা। অর্থাৎ লিটারে কেরোসিনের দাম বেড়েছে প্রায় ২ টাকা ৩০ পয়সা।
পরিবহণ খরচের জন্য বিভিন্ন জেলায় কেরোসিনের দামের মধ্যে কিছুটা ফারাক থাকে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসে রেশনের কেরোসিনের ইস্যু প্রাইস নির্ধারণ করে। তার ভিত্তিতে পরিবহণ খরচ, জিএসটি, ডিলার-হোলসেলারদের কমিশন প্রভৃতি যুক্ত করে খাদ্যদফতর প্রতিমাসের বিক্রয় মূল্য ঠিক করে। গত মাসে কলকাতায় প্রায় ৪ টাকা দাম বেড়েছিল কেরোসিনের।
আরও পড়ুনঃ জ্বালানিতে কৃষি সেস, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির দাবি ওড়াল কেন্দ্র
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584