নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যেই লাগাতার বেড়েছে জ্বালানির দাম। চলতি মাসে আবারও বাড়তে চলেছে রেশনে কেরোসিন তেলের দাম। লিটারে প্রায় দু’টাকা বাড়তে চলছে গ্রাহকমূল্য। আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করে চূড়ান্ত দাম ঘোষণা করতে পারে খাদ্যদপ্তর। দাম বেড়ে ২৮ টাকার কাছাকাছি হতে পারে বলে দপ্তর সূত্রের খবর।
জুলাই মাসে কলকাতা ও বিধাননগরে ২৬.৮০ টাকা মূল্যে কেরোসিন কিনতে হয়েছে গ্রাহককে। আগস্টে তার থেকে প্রায় দু’টাকা অতিরিক্ত মূল্য দিতে হবে তাঁদের। অর্থাৎ, গ্রাহক মূল্য হতে চলেছে প্রায় ২৯ টাকা। কলকাতার তুলনায় দূরত্ব অনুসারে জেলায় আরও দু-তিন টাকা বেশি দামে কিনতে হয় গ্রাহককে। ফলে সেখানে এক লিটারের দাম প্রায় ৩১-৩২ টাকা হতে চলেছে বলে খবর।
আরও পড়ুনঃ শিল্প সম্মেলনে লগ্নির চেয়ে কি বেশি জাঁকজমকের খরচ! হিসেব তলব রাজ্যপালের
পশ্চিমবঙ্গ কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে কেরোসিনের দাম বৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত কোনও খবর নেই। অথচ দেশে প্রায়শই দাম বৃদ্ধি হচ্ছে কেরোসিনের। গণবন্টন ব্যবস্থার কেরোসিনের দাম নির্ধারণ করে থাকে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ ই-দর্শন আর মন্দিরে যাওয়া এক নয়ঃ সুপ্রিম কোর্ট
কেরোসিনের দাম বৃদ্ধির প্রসঙ্গে অনেক আমজনতার বক্তব্য, করোনার কারণে দেশের এখন টালমাটাল অবস্থা। সংক্রমণ রুখতে দেশের বেশকিছু জায়গায় কড়া লকডাউন জারি রয়েছে। এহেন পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু মানুষ। দেশের এই কঠিন সময়ে মানুষের রোজগারে টান পড়ছে। এর মধ্যেই আবার পেট্রোপণ্যের দাম বৃদ্ধি হয়েই চলছে। কেন্দ্রীয় সরকার মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এমনটাই দাবি করছেন বেশিরভাগ সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584