কর্মসংস্থানের উপর জোর দিয়েই জনসংযোগ সারছেন কেশিয়াড়ির সিপিএম প্রার্থী

0
114

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

Pulin Bihari Baske | newsfront.co
জনসংযোগ। নিজস্ব চিত্র

জোরকদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার কর্মসূচি। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পাল্লা দিয়ে চলছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী ডাক্তার পুলিন বিহারী বাস্কের নির্বাচনী প্রচার কর্মসূচি।

CPIM Candidate | newsfront.co
প্রচারে সিপিএম প্রার্থী। নিজস্ব চিত্র

শনিবার সকাল থেকে বামপন্থী কর্মী সমর্থকদের নিয়ে কেশিয়াড়ি বিধানসভার অধীন দাঁতন-১ নং ব্লকের ২ নং তররুই গ্রাম পঞ্চায়েত এলাকার তররুই- পালষণ্ডপুর-কোটপাদা- দক্ষিণ আমডিহা- চতুরাপাল- বালিয়া এলাকায় রোড-শো এবং জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শেষ করলেন ডাক্তার পুলিন বিহারী বাস্কে।

আরও পড়ুনঃ বড়ঞার বাহুবলী মাহে আলম ব্রাত্য ভোট প্রচারে, উগরে দিলেন ক্ষোভ

Election campaigning | newsfront.co
নিজস্ব চিত্র

কেশিয়াড়ির সিপিএম দলের প্রার্থী পুলিন বিহারী বাস্কে বলেন, “মানুষ এবার বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে। কর্মসংস্থান ও উন্নয়নের কাজের দাবিতে বামপন্থীদের আন্দোলন অব্যাহত থাকবে।” তাই তিনি সর্বস্তরের মানুষকে বামপন্থীদের পাশে থাকার জন্য আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here