নিউজফ্রন্ট এডিটোরিয়াল বোর্ডঃ
সম্প্রতি কবি শঙ্খ ঘোষের লেখা নিচের কবিতাকে কেন্দ্র করে নিজের মতামত ব্যক্ত করেন বীরভুম জেলার তৃণমুল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। সেই মন্তব্যকে কেন্দ্র করে আলোচনা সমালোচনার ঝড় ওঠে রাজ্য জুড়ে। নিউজ ফ্রন্ট’র পক্ষ থেকে কিছু বিশিষ্ট মানুষজনের সাথে যোগাযোগ করে জানতে চাওয়া হয় তাঁদের প্রতিক্রিয়া। তারা ব্যক্ত করলেন নিজস্ব মতামত।
মুক্ত গণতন্ত্র
শঙ্খ ঘোষ
সবাই শুধু মিথ্যে রটায়
পথগুলি সব দেদার খোলা-
যার খুশি আয় বিরুদ্ধতায়।
যথার্থ এই বীরভূমি-
উত্তাল ঢেউ পেরিয়ে এসে
পেয়েছি শেষ তীরভূমি।
দেখ খুলে তোর তিন নয়ন
রাস্তা জুড়ে খড়গ হাতে
দাঁড়িয়ে আছে উন্নয়ন
সবাই আমায় কর তোয়াজ
ছড়িয়ে আছে দিকবিদিকে
মুক্ত গণতন্ত্র আজ।
মিরাতুন নাহার,বিশিষ্ট শিক্ষাবিদ
“মন্তব্য করতে খুব রুচি বিরুদ্ধ লাগছে,যেভাবে পাশাপাশি ছবি দিয়ে তুলনা করা হয়েছে যে একজনের কবিতা আর একজনের মন্তব্য দেওয়া হয়েছে সংবাদপত্রে এটাই আমার কাছে কুৎসিতার নিদর্শন। একজন কবি আর একজন কেষ্ট। একজন কেষ্ট যিনি অনুব্রত মন্ডল তিনি তো দলের সম্পদ দল তাকে নির্ভর করে। দল তাকে অত্যধিক ক্ষমতা দিয়েছে সেটা বোঝা যায়। আমি নিজে সেটা জানি আমি সেটা দেখেছি। শাসক দল বলতে আমার খারাপ লাগে,রাজ্য সরকারি দলের অন্যতম সেনাপতি যে রবীন্দ্র নজরুলের নামটা জানেন সেটা জেনে আমরা খুবই বিস্মিত। আমরা খুবই ধন্য। তিনি যে শঙ্খ ঘোষের নাম শোনেন নি তা জেনে বোঝা যায় তার বিদ্যে বুদ্ধির দৌড় কতদূর। আর উনি বলেছেন যে শঙ্খ নামটা ওনাকে মানায় না। উনি কি জানেন শঙ্খ নামের বস্তুটি শুধুমাত্র বিশেষ ধর্মের জন্যই ব্যবহার করা হয় না, শুভ কাজের জন্যই ব্যবহার করা হয় তা নয়। এটি যে একটি দেহসম্পন্ন নিরিহ প্রাণী যার মন ও আছে সে সম্বন্ধে তার বোধ বুদ্ধি নেই । ফলে অন্যতম শ্রেষ্ঠ প্রাণী হিসেবে কবি শঙ্খ ঘোষের ও দেহ আর মন আছে তাতে শঙ্খ ঘোষ নামটি যে কেন কবিকে মানায় না বললেন সেনাপতি তা আমাদের বোধবুদ্ধির বাইরে।”
অসীম গিরি
“প্রথমত কেষ্টবাবু ওনার নামই জানেন না, প্রথমত ওনার নাম চিত্তরঞ্জন ঘোষ।শঙ্খ ওনার ডাক নাম। চিত্তরঞ্জন ঘোষ দুজন ছিল বাংলায়, একজন বহুরুপি নাটকের সম্পাদক। আরেকজন চিত্তরঞ্জন ঘোষ অর্থাৎ শঙ্খ ঘোষ। এটা অনুব্রত মন্ডল জানেই না। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে শঙ্খ ঘোষ বহুবার মনোনীত হয়েছেন জাতীয় পুরস্কারের জন্য এবং পুরস্কার ও পেয়েছেন। অনুব্রত মন্ডল, তার শিক্ষা দীক্ষা দিয়ে রবীন্দ্রনাথ বা নজরুলের কটা কবিতাই বা পড়েছেন? পড়েন নি। তথাকথিত পলিটিক্যাল পার্টি, খুনের রাজনীতি করা এই ধরনের মানুষজন যখন কবি সাহিত্যিকদের নিয়ে কথা বলে সেটা খুব দুর্ভাগ্যজনক আর এগুলো ইগনোর করা উচিত।জানি না কেন নিউজ মিডিয়া এগুলো ছাপায়।শঙ্খ ঘোষের নাম সারা পৃথিবী জানে এবং ওনার অনেক কবিতা অনূদিত হয়েছে।সুতরাং অনুব্রত মন্ডল কি বললো সেটা দিয়ে শঙ্খ ঘোষের বিচার হবে না।অনুব্রতর কথা শুনে মিডিয়া যদি ছাপে শঙ্খ ঘোষ কবিই নন তাহলে ইয়েলো জার্নালিজম হচ্ছে।অনুব্রত মন্ডলের কথাই মিডিয়ার পাত্তা দেওয়ায় উচিত ছিলো না”
সমীর আইচ,বিশিষ্ট চিত্রশিল্পী
“কবি মাননীয় শঙ্খ ঘোষ সম্বন্ধে মাননীয় অনুব্রত মন্ডল যা বলেছেন, ওনার কাছে বাংলার মানুষ যা প্রত্যাশা করে তাই তিনি বলেছেন। উনি বলেছেন, ওনার জানা দুজন কবি নজরুল,রবীন্দ্রনাথ। উনি ঠিকই বলেছেন। কিন্তু আমার ধারনা ওনার জানা তিন জন কবি। আরো একজনের নাম বলতে উনি ভুলে গেছেন। আশা করছি উনি পরে সেটা সংশোধন করে নেবেন। সেটা গেল একটা দিক। দ্বিতীয় কথা হল, যে উনি উন্নয়নের কথা বলছেন। এমন উন্নয়ন যেখানে উনি বাস করেন সেখান ৮টা সিকিউরিটি ছাড়া চলতে পারেন না।সুতরাং এই সব উন্নয়ন ফেরত পাবেন তিনি ইতিহাস সেই কথায় বলে।”
তীর্থঙ্কর চন্দ,প্রখ্যাত নাট্যকার
“এই বিষয়টাকে একেবারেই গুরুত্ব দেওয়া উচিত নয় ।কারন আমরা প্রত্যেকেই নিজের নিজের পরিধিতে বিচরণ করি ফলে এর মাধ্যমে নিজেদের কতটা পরিসর বা পরিধি সেটাই প্রমাণিত হয়।এর বেশী কিছু বলাটা কবি শঙ্খ ঘোষ কে কম গুরুত্ব দেওয়া বা অসম্মান করা হয়। “
আজিজুল হক,বিশিষ্ট সাহিত্যিক
“কি বলেছে টলেছে জানি না। (আমাদের প্রতিনিধির কাছে জেনে নিয়ে,তারপর)তবে অনুব্রত শঙ্খ ঘোষের বানান জানে কিনা এই বিষয়ে সন্দেহ আছে।আমার মতামত একটাই যে রাস্তায় গুগোবর পড়ে থাকলে,ডিঙ্গিয়ে যেতে হয়।”
বাদশা মৈত্র,প্রখ্যাত অভিনেতা
“আমি মনে করি পৃথিবীর মহান কবিরা ভবিষ্যৎ দ্রষ্টা। এখানে শঙ্খ ঘোষ যে কবিতাটা লিখেছেন বা বলেছেন তার সমালোচনা না করে গভীর ভাবে ভাবা উচিত। কেন ওনাকে এইটা লিখতে হল এটাও বোঝা উচিত। এই লেখার বাস্তবতা সবাই কে গ্রহণ করা উচিত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584